আসতে পারে ‘বহুরূপী’

পুষ্পা হয়ে সিনেমা হলে ঝড় তুলতে প্রস্তুত আল্লু অর্জুন। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা টু’। ভারতের অন্যান্য ভাষার সঙ্গে বাংলাতেও সিনেমাটি মুক্তি পাচ্ছে। একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে, দেশের হলে মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে টালিউডের সিনেমা ‘বহুরূপী’র। তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে আগামী মাসেই মুক্তি পেতে পারে বহুরূপী।

তিন বছর আগে ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই সিনেমার দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় ছিল দর্শক। পুষ্পা: দ্য রুল মুক্তির ঘোষণার পর থেকেই দর্শকের মাঝে তৈরি হয়েছে উন্মাদনা। সিনেমার পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ৬০০ লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২০০-র বেশি শো হবে পুষ্পা টু-এর। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির কথা জানিয়েছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে এখনো সিনেমা মুক্তির কোনো উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি। অ্যাকশন কাটের কর্ণধার অনন্য মামুন জানান, গত সপ্তাহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার প্রচার নিয়েই এখন তাঁর ব্যস্ততা। আগামী কয়েক সপ্তাহে ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি পাবে সিনেমাটি। তাই দেশে পুষ্পা টু মুক্তি দেওয়ার কাজে সময় দিতে পারছেন না।

এ বিষয়ে আমদানি ও রপ্তানি কমিটির সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট পুষ্পা টু সিনেমার আমদানির কথা জানিয়েছিল। কিন্তু এখন তাদের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। তাই অন্য কেউ সিনেমাটি আমদানি করতে চাইলে হলমালিকেরা পাশে থাকবেন।’

পুষ্পা টু নিয়ে অন্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোও আগ্রহ দেখাচ্ছে না। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমকে জানান, পুষ্পা টু আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে, সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। আল্লু অর্জুনের সিনেমাটি আমদানির ব্যাপারে অনাগ্রহ জানিয়েছে আরেক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র।

পুষ্পা টু নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের হলে দেখা যেতে পারে চলতি বছরের সবচেয়ে আলোচিত টালিউড সিনেমা বহুরূপী। এতে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখার্জি, কৌশানী মুখার্জি প্রমুখ। সিনেমাটি আমদানি করছে ইমপ্রেস টেলিফিল্ম। তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে আগামী মাসেই মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে বিষয়টি দেখভাল করছেন প্রযোজক ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘বহুরূপী সিনেমার জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছি। বহুরূপীর বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে “দামাল”।’

বাংলাদেশে বহুরূপী মুক্তির অপেক্ষায় আছেন সিনেমার নির্মাতা, প্রযোজক ও অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি। ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, ‘বহুরূপীর যে প্রথা, আর্ট ফর্ম, তা বাংলাদেশের মানুষেরও জানা উচিত। এই একই প্রথা পরিমণ্ডলের মধ্যে দিয়ে দুই বাংলা বড় হয়েছে।’

সিনেমাটি এখনো প্রদর্শনীর অনুমতি না পাওয়ায় চিন্তিত শিবপ্রসাদ। তবে চূড়ান্ত অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর। শিবপ্রসাদ মুখার্জি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ে যে মানুষটি রয়েছেন, ফারুকী সাহেব, আমি তাঁর সিনেমার খুব ভক্ত। উনি আন্তর্জাতিক সিনেমার সঙ্গেও যুক্ত। আমার ধারণা, উনি পরিচালক-প্রযোজকের মনের কথা, সিনেমাপ্রেমী মানুষের কথা বুঝবেন। দুই দেশের মধ্যে সিনেমার আদান-প্রদান যাতে দীর্ঘ হয়, সেটাই চাইব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × three =