আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতলো শ্রীলংকা

ব্যাটার-বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই আয়ারল্যান্ডকে ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকা। রান বিবেচনায় নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় শ্রীলংকার। আগেরটি ২০০৪ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানে ।

গল-এ চার ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিলো শ্রীলংকা। জবাবে ৭ উইকেটে ১১৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড। ৩ উইকেট হাতে নিয়ে ৪৭৪ রানে পিছিয়ে ছিলো আইরিশরা।

তৃতীয় দিন সকালে প্রথম ইনিংসে বাকী ৩ উইকেটে ২৬ রান যোগ করতে পারে আয়ারল্যান্ড। শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়ার ঘুর্ণিতে ১৪৩ রানে গুটিয়ে যায় আইরিশরা। ৪৪৮ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে আয়ারল্যান্ড।

শ্রীলংকার জয়সুরিয়া ৫২ রানে ৭ উইকেট নেন। ৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন জয়সুরিয়া। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন লরকান টেক্টর।

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। শ্রীলংকার বোলারদের তোপে এই ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায় আইরিশরা। এই ইনিংসে হ্যারি টেক্টর ৪২, জর্জ ডকরেল ৩২, কার্টিস ক্যাম্ফার ৩০ ও মার্ক অ্যাডায়ার অপরাজিত ২৩ রান করেন।

শ্রীলংকার পক্ষে ডান-হাতি অফ স্পিনার রমেশ মেন্ডিস ৪টি, জয়সুরিয়া ৩টি ও বিশ্ব ফার্নান্দো ২টি উইকেট নেন। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জয়সুরিয়া।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৪ এপ্রিল একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে শ্রীলংকা।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + 16 =