শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেন-রাশিয়ার জন্য মনোনীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জেনারেল (অব.) কিথ কেলগ।
শনিবার (১২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানিকে যেভাবে দুভাগ করা হয়েছিল এমনটাই করা যেতে পারে ইউক্রেনের ক্ষেত্রে। সেক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনী পূর্বের দখলকৃত অংশে থাকতে পারে এবং এই দুই অঞ্চলের মাঝে থাকবে একটি ডিমিলিটারাইজড বা নিরস্ত্রীকৃত একটি অঞ্চল এবং ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে থাকবে।
জেনারেল কেলগ বলেন, দিনিপ্রো নদীর পশ্চিমে অ্যাংলো-ফরাসি নেতৃত্বাধীন বাহিনীর উপস্থিতি ক্রেমলিনের জন্য মোটেই উসকানিমূলক হবে না। এই নদীটি ইউক্রেনকে উত্তর-দক্ষিণে বিভক্ত করেছে।
তিনি বলেন, ইউক্রেন যথেষ্ট বড় এবং যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একাধিক সেনাবাহিনী এখানে থাকতে পারে।
জেনারেল কেলগের এই পরামর্শের অর্থ মূলত, ইউক্রেন তার পূর্বাঞ্চলীয় ভূখণ্ড রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারের আশা ছেড়ে দেবে। তবে তিনি দিনিপ্রো নদীর পূর্বে কিয়েভকে আরও কোনো ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার কথা বলছেন কি না, তা স্পষ্ট নয়।