ইউক্রেন সংঘাত নিষ্পত্তি চুক্তিতে রাজি হবে রাশিয়া, আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, রাশিয়া ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির শর্তাবলিতে একমত হবে। খবর বাসস।

ফ্লোরিডা যাওয়ার আগে ওয়াশিংটনের নিকটস্থ জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া থেকে বেশ কিছু ভালো খবর পেয়েছি। আমি মনে করি, রাশিয়া আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চলেছে, আমি এটা আশা করি।’ তবে তিনি  কী ‘খবর’ পেয়েছেন, তা স্পষ্ট করেননি। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে কথোপকথনের বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি। আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি এবং ইউক্রেন অপেক্ষা করছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘যুদ্ধবিরতি এবং শেষ পর্যন্ত একটি চুক্তি নিয়ে আমি রাশিয়া থেকে বেশ কিছু ভালো অনুভূতি পাচ্ছি।’ তবে এ নিয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন বৃহস্পতিবার রাতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে গ্রহণ করেন এবং তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি বার্তা পৌঁছে দিতে বলেন। মুখপাত্র পেসকভ পুতিন ও উইটকফের মধ্যে কথোপকথনের বিষয়বস্তু প্রকাশ করেননি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ১২ মার্চ ঘোষণা করেছিলেন, উইটকফ ইউক্রেনের সংঘাত সমাধানের উপায় নিয়ে আলোচনা করতে মস্কো সফর করবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেছেন, উইটকফ যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর মার্কিন প্রশাসনের সদস্যরা ‘রাশিয়ার অবস্থান আরো নিবিড়ভাবে পরীক্ষা করবেন’। রুবিওর মতে, পরীক্ষা-নিরীক্ষার পর ট্রাম্প নির্ধারণ করবেন- যুক্তরাষ্ট্র এই মীমাংসার বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী নেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 − 2 =