ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

২০২৪-২৫ মৌসুমে ইউরোপীয়ান গোল্ডেন বুট জয় করেছেন কিলিয়ান এমবাপ্পে। ট্রফি হাতে নিয়ে ফরাশি এই তারকা দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। একইসাথে ক্লাবের হয়ে আরো অনেক শিরোপা জেতারও আশাবাদ ব্যক্ত করেছেন। খবর বাসস

গত মৌসুমে মাদ্রিদের হয়ে অভিষেকে এমবাপ্পে লা লিগায় ৩১ গোল করেছেন। ইউরোপীয়ান স্পোর্টস মিডিয়ার আয়োজনে মর্যাদাকর এই ব্যক্তিগত ট্রফি এই প্রথমবারের মত এমবাপ্পের হাতে উঠেছে।

বার্নাব্যুতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এমবাপ্পে ছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদ্রিদ কোচ জাবি আলোনসোসহ পুরো দল ও ক্লাব সভাপাতি ফ্লোরেনতিনো পেরেজ। পুরস্কার গ্রহণের পর এমবাপ্পে বলেছেন, ‘গোল্ডেন বুট জিততে পেরে আমি দারুণ খুশী। এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। প্রথমবারের মত ক্যারিয়ারে এই পুরস্কার জয় করেছি। ফরোয়ার্ড হিসেবে এটা আমার কাছে বিশেষ কিছু।’

এক মৌসুমে ইউরোপীয়ান লিগ সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লিগের পয়েন্ট পদ্ধতিও বেশী থাকে।

৩১ গোল করার সুবাদে এমবাপ্পে সর্বমোট ৬২ পয়েন্ট সংগ্রহ করেছেন। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন স্পোর্টিং লিসবনের ভিক্টর গায়কেরেস (৫৮.৫ পয়েন্ট) ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে (৫৮ পয়েন্ট)।

২০২৩-২৪ মৌসুমে হ্যারি কেন, ২০২২-২৩ মৌসুমে আর্লিং হালান্ড ও আগের দুই মৌসুমে এই পুরস্কার জয় করেছিলেন রবার্ট লিওনদোস্কি।

নতুন কোচ আলোনসোর অধীনে এবারের নতুন মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মাদ্রিদ ১৩ ম্যাচের ১২টিতেই জয়ী হয়েছে। এমবাপ্পে তার সতীর্থদের প্রশংসা করে বলেছেন, ‘আমাদের একটি দুর্দান্ত গ্রুপ রয়েছে। আমি মনে করি এ বছর গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো আমরাই জয় করবো। একসাথে পুরস্কার জয় করাটা গুরুত্বপূর্ণ। আশা করছি আরো অনেক বছর এই ক্লাবে থাকতে পারবো।’

গত সপ্তাহে এল ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পরাজিত করে মাদ্রিদ এই মুহূর্তে লা লিগা টেবিলে পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × one =