ইতালিতে পুরস্কার জিতলো সুন্দরবনের বাঘ-বিধবার গল্প

ইতালির তেরনি চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সুন্দরবনের বাঘ-বিধবার গল্প ‘দ্য টেস্ট অব হানি’। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পৃথিবীর সবেচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাসিন্দাদের নিয়ে ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের দুই আলোকচিত্রী ফাবিহা মনির ও মোহাম্মদ রকিবুল হাসান।

নভেম্বরের ১৬ থেকে ২৪ তারিখ ইতালির আমব্রিয়া প্রদেশের তেরনি শহরে অনুষ্ঠিত হয় তেরনি চলচ্চিত্র উৎসব। এ বছর উৎসবের ২০তম আসরে ২৪টি দেশ থেকে জমা পড়েছিল ৩ হাজার সিনেমা। সেগুলোর মধ্য থেকে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র, অ্যানিমেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি ঘরানার ৭৭টি ছবিকে প্রদর্শনীর জন্য বেছে েনওয়া হয়।

গত ২৩ নভেম্বর উৎসবে পুরস্কারপ্রাপ্ত নির্মাতাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। ফাবিহা মনির ও মোহাম্মদ রকিবুল হাসানের পক্ষে ‘দ্য টেস্ট অব হানি’ ছবির পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরাধা ব্যক্তিত্ব আহমেদ মুজতবা জামাল। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক এই সংগঠক বিশেষ অতিথি হিসেবে যোগ দেন তেরনি চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণ পর্বে।

বিশ্বের বেশ কয়েকটি দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে ‘দ্য টেস্ট অব হানি’। ইউরোপ থেকে সদ্য পুরস্কার জয়ের প্রতিক্রিয়া জানিয়ে পরিচালক ফাবিহা মনির বলেন, ‘এই পুরস্কার আমাদের জন্য অনেক গর্বের। “দ্য টেস্ট অব হানি” চলচ্চিত্রের চেয়েও বেশি কিছু আমাদের কাছে। এটি শরবানু খাতুনের মতো নারীদের অদম্য টিকে থাকার দলিল, যারা প্রতিকূলতার মধ্যেও প্রাণশক্তিকে মূর্ত করে রেখেছেন। আমরা এই স্বীকৃতি উৎসর্গ করছি সুন্দরবনের মানুষ ও জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব মোকাবেলায় যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি।’ ছবির অন্যতম নির্মাতা খ্যাতিমান আলোকচিত্রী মোহাম্মদ রকিবুল হাসান বলেন, ‘এই পুরস্কার কেবল আমাদের চলচ্চিত্রের জন্য একটি স্বীকৃতি নয় বরং সুন্দরবন, সেখানকার বাঘবিধবা, মধু সংগ্রহকারী এবং জলবায়ু পরিবর্তনের সাথে প্রতিদিন লড়াই করা মানুষের স্বীকৃতি। এই মানুষগুলোর গল্প সর্বজনীন এবং আমরা আশা করি, এই স্বীকৃতির মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে বিশ্বসম্প্রদায় ন্যায়বিচার করবেন।’

পৃথিবীর সবেচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাসিন্দা শরবানু খাতুন একজন বাঘ-বিধবা। তার স্বামী বাঘের হাতে প্রাণ হারিয়েছেন। তার মতো বেশ কজন বাঘ-বিধবা সুন্দরবনে মানবেতর জীবন যাপন করছেন। রীতিমতো একঘরে করে রাখা হয়েছে তাদের। সুন্দরবনের এই নারীদের জীবনসংগ্রামের মোড়কে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তথ্যচিত্র ‘দ্য টেস্ট অব হানি’। এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। সেসবের মধ্যে আফ্রিকা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যাল, পোল্যান্ডের ১৪তম অন আর্থ ফিল্ম ফেস্টিভ্যাল, সিঙ্গাপুরের আর্থ ইন ফোকাস সিঙ্গাপুর ন্যাচার ফিল্ম ফেস্টিভ্যাল, স্পেনের ভায়ান্যাচার এনভাইরনমেন্টাল ফিল্ম ফেস্টিভ্যালে।

ব্যাংকক মুভি অ্যাওয়ার্ডস, ইন্ডিয়ে ফিল্ম অ্যাওয়ার্ড, অ্যাক্টিভিস্ট উইদাউট বর্ডার প্ল্যাটফর্মগুলো স্বীকৃতি দিয়েছে ‘দ্য টেস্ট অব হানি’ ছবিটিকে। এবার ইতালির তেরনি চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতলো ছবিটি। ওই উৎসবে সেরা স্বলদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতেছে ‘ইন ইস্পিরিতো’ নামে আরও একটি ছবি।

গত ২৮ আগস্ট মোহাম্মদ রাকিবুল হাসানের ইউটিউব চ্যানেলে প্রথম অবমুক্ত করা হয় ‘দ্য টেস্ট অব হানি’। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সুন্দরবন কীভাবে জলবায়ু পরিবর্তনের মধ্যেও টিকে আছে, সেখানকার বিধবা নারীরা কীভাবে গোলপাতা ও মধু সংগ্রহ করে মানবেতর জীবন কাটাচ্ছেন, তার হৃদয়বিদারক ছবি দেখা যাবে এই তথ্যচিত্রে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + 3 =