ইতিহাস গড়ল ‘স্ত্রী ২’

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে দারুণ সূচনা করেছিল হরর-কমেডি বলিউড সিনেমা ‘স্ত্রী ২’। গত ১৫ আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। এক মাস পার হয়ে গেলেও এখনো আলোচনার কেন্দ্রে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি।

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার রেকর্ড গুঁড়িয়ে দিয়ে ‘স্ত্রী ২’ এখন ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা ম্যাডডক ফিল্মস।

গতকাল এক্সে ম্যাডডক ফিল্মস থেকে স্ত্রী ২ সিনেমার একটি পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘ভারতীয় বক্স অফিসের সর্বকালের সেরা ১ নম্বর হিন্দি সিনেমা’। গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘জওয়ান’ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় আয় করেছিল ৬৪০.২৫ কোটি রুপি। হিন্দিতে সংগ্রহ ছিল ৫৮২.৩১ কোটি রুপি। অন্যদিকে হিন্দি ভাষায় স্ত্রী ২ সিনেমার আয় দাঁড়িয়েছে ৫৮৬ কোটি রুপি। এখনো প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, স্ত্রী ২ সিনেমার আয় ৬০০ কোটি ছাড়িয়ে যাবে।

এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল ‘শি’ নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের জীবনে আবারও দেখা দেয় শ্রদ্ধা। সবাই মিলে নামে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সে আসলে ভূত।

স্ত্রী ২ সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =