ইনিংসে ১০ উইকেট নিলেন এজাজ প্যাটেল

ইনিংসের ১০ উইকেটের সবকটি নেওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়লেন এজাজ। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ‘পারফেক্ট টেন’ নিয়ে ইতিহাসে নাম লেখালেন নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনার।জিম লেকার, অনিল কুম্বলে… এবং এজাজ প্যাটেল! তিন যুগের তিন স্পিনার এখন গৌরবের একই বন্ধনীতে।

ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এজাজ পূর্ণ করেন এই মাইলফলক। ৪৭.৫ ওভার বোলিংয়ে ১১৯ রানে নেন তিনি ১০ উইকেট।

১৪৪ বছরের টেস্ট ইতিহাসের তৃতীয় সেরা বোলিং এটি। ১৯৫৬ সালে ইংলিশ অফ স্পিনার জিম লেকার ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে। এরপর ১৯৯৯ সালে কুম্বলের সৌজন্যে আবার এক বোলারের ১০ উইকেট দেখে টেস্ট ক্রিকেট। দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট নেন ভারতীয় লেগ স্পিনার।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − one =