ইপিএলে খেলতে মুখিয়ে আছেন তামিম

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) টি-টোয়েন্টিতে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

ইপিএলের এবারের আসরে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের  হয়ে খেলবেন তামিম। ফেসবুকে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের পেইজে একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের অংশ পেতে আমি উচ্ছসিত। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার জন্য আমি মুখিয়ে আছি। দ্রুতই আপনাদের সাথে দেখা হবে।’

নিজের ইচ্ছাতেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না তামিম। কারন দেশের হয়ে গেল তিনটি সিরিজে খেলেননি তিনি। তাই অনুশীলনের ঘাটতি এবং গত  সিরিজগুলোকে  তার জায়গায় যারা খেলেছেন তাদের সুযোগ দিতেই বিশ্বকাপ না খেলার সিদ্বান্ত নেন তিনি। তবে ইপিএলে  খেলবেন তামিম।

আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ইপিএলের এবারের আসর। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − fifteen =