ইভ্যালির মামলায় অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক রবিবার এ আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই ইশারত আলী জানান।
তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া এদিন আদালতে হাজিরা দেন। বাদীর অভিযোগ ছিল, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াও ইভ্যালির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের উপস্থিতি ও তাদের ‘প্রমোশনাল কথাবার্তায়’ প্রলুব্ধ হয়ে ওই কোম্পানিতে পণ্যের অর্ডার করেছিলেন তিনি।
২০২১ সালের মার্চে ইভ্যালির পণ্যদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেতা তাহসান রহমান খান। পরে গ্রাহকদের অসন্তোষ নিয়ে নানা খবরের মধ্যে তিনি ওই চুক্তি বাতিল করার কথা জানান।
ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়ার পর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ থাকা অভিনেত্রী মিথিলাও চুক্তি বাতিলের খবর দিয়েছিলেন। আর ওই ই-কমার্স কোম্পানির জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা শবনম ফারিয়া চাকরি ছাড়ার কথা জানিয়েছিলেন।
দেশ রূপান্তর