ইমার্জিং এশিয়া কাপ: রিপন-আকবরের নৈপুণ্যে শুভ সূচনা বাংলাদেশের

পেসার রিপন মন্ডলের বোলিং ও অধিনায়ক আকবর আলির ঝড়ো ব্যাটিংয়ে ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ ‘এ’। খবর বাসস

আজ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে হংকংকে। বল হাতে রিপন ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন  রিপন।  আকবর ২৪ বলে করেন ৪৫ রান ।

ওমানের আল আমেরাতে টস হেরে প্রথমে ব্যাট করে বাবর হায়াতের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং। চার নম্বরে নেমে ২টি চার ও ৭টি ছক্কায় ৬১ বলে ৮৫ রান করেন বাবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক নিজাকাত খান। বাংলাদেশের পেসার রিপন মন্ডল ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন।

১৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। জিশান ইসলাম ১১, পারভেজ হোসেন ইমন ২৮ ও সাইফ হাসান ৫ রানে আউট হন।

চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে ৩৪ বলে ৫৪ রানের ঝড়ো জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন আকবর। ২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ২৯ রান নিয়ে সাজঘরে ফিরেন হৃদয়।

সতীর্থ ফিরলেও, মারমুখী মেজাজ অব্যাহত রাখেন আকবর। শেষ পর্যন্ত ৪টি চার ও ৩টি ছক্কায় ২৪ বলে ৪৫ রান করেন তিনি।

দলের জয় থেকে ২২ রান দূরে থাকতে বিদায় নেন আকবর। এরপর ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১০ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামিম হোসেন পাটোয়ারি ও মাহফুজুর রহমান রাব্বি। শামিম ১৫ বলে ১৯ ও রাব্বি ৮ রানে অপরাজিত থাকেন।

আগামী ২০ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − 2 =