ইয়াশ-নীহার ‘অবুঝ পাখি’

রুবেল হাসানের পরিচালনায় ‘গোলাপ গ্রাম’ ও ‘প্রেম এসেছিল একবার’ নাটকে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান। আবারও রুবেলের নির্দেশনায় নাটকে অভিনয় করলেন ইয়াশ। তাঁর সঙ্গে রয়েছেন নাজনীন নীহা। নাটকের নাম ‘অবুঝ পাখি’। হাসান মোহতারিমের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন। সমসাময়িক রাজনীতি আর প্রেমের গল্পে সাজানো হয়েছে নাটকটি। এরই মধ্যে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু। শিগগিরই সিএমভির ইউটিউব চ্যানেল প্রকাশিত হবে ‘অবুঝ পাখি’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 5 =