ইসমত আরা ইভার নতুন গান

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘বুকের যত গভীরে থাকে এই মন, তারো গভীরে তোমারি আসন’ কথামালায় ‘বুকের গভীরে’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা। এর সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে নান্দনিক ভিডিও আকারে জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে বলে জানা যায়।

হাবিব মোস্তফা বলেন, নিজের মূর্তি নিজের হাতে ভাঙা বেশ কষ্টকর। এবার আমি এই কাজে নেমেছি। আমার কথা ও সুরে বিগত দিনের গানগুলো যারা শুনেছেন, তারা একরকম ধরেই নিয়েছেন হাবিব মোস্তফার কাজ মানেই স্পিরিচুয়াল-সুফি-ফোক গান। কিন্তু এবারের চ্যালেঞ্জ ‘মানবিক প্রেমের’ গান নিয়ে।

ইসমত আরা ইভা বলেন, মৌলিক গানের প্রতি সব সময় একটি আলাদা তাড়না কাজ করে। অনেক দিন পর নিজের পছন্দ মতো একটি ভালো কথা ও সুরের গান করলাম। ‘বুকের গভীরে’ গানটিতে শ্রোতারা আমার গায়কীর স্বকীয়তা পাবেন। জি সিরিজ পরিবারের কাছে কৃতজ্ঞতা তারা এত সুন্দর একটি গান আমার কণ্ঠে প্রকাশ করেছেন।

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + 2 =