ইসরাইল রাফায় হামলা চালালে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হবে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালালে তিনি ইসরায়েলকে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। একইসঙ্গে তিনি গাজায় মার্কিন বোমা ফেলে বেসামরিক নাগরিকদের হত্যার সত্যতা নিয়ে অনুতাপ করেছেন।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে বুধবার বাইডেন বলেছেন, যদি তারা রাফায় অভিযান চালাতে যায়, তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করবো না। তিনি বলেছেন, আমরা অস্ত্র ও কামানের গোলা যা ব্যবহৃত হয়েছে তা সরবরাহ করতে যাচ্ছি না।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছিল, তারা রাফায় ইসরায়েলী অভিযানের আশংকায় বোমার চালান স্থগিত করে দিয়েছে। এসকল বোমার কারণে গাজায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও বাইডেন উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ  পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

বাসস

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 7 =