ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

আজ শুরু হচ্ছে ‘ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।  ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর)  থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।  প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবেন দর্শক। স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে দেশ-বিদেশের ৬০টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে। প্রথমবারের মতো এ উৎসব হতে চলেছে।

প্রতিযোগিতা বিভাগে দেশ ও দেশের বাইরে মিলিয়ে পাঁচটি চলচ্চিত্র নির্বাচিত করা হবে। যেসব দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে সেই দেশগুলো হচ্ছে ইন্ডিয়া, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, জার্মান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ড।

১০ ডিসেম্বর উৎসবটি উদ্বোধন হবে বাংলাদেশের চলচ্চিত্র ‘হাসিনা: এ ডটার’স টেল’ দিয়ে। এছাড়া তারেক মাসুদের ‘মুক্তির গান’, মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’, গাজী রাকায়েতের ‘গোর’ সিনেমা প্রদর্শন হবে।

আরও প্রদর্শিত হবে ইরানের ছবি ইন্তেহাম, বাংলাদেশের নিঠুর বনে বিধুর নিরূপণ। ১১ ডিসেম্বর দেখা যাবে আর্জেন্টিনার রিলেশন স্যালভেজ: ওয়াইল্ড টেল, নেদারল্যোন্ডের হেড টুগেদার, বাংলাদেশের গল্প সংক্ষেপ, জাপানের টিয়ার্স টিচার, বাংলাদেশের আকাশে, চন্দ্রাবতী কথা। ১২ ডিসেম্বর প্রদর্শিত হবে ভারতের এ ডেথ ‍অব গুঞ্জ, বাংলাদেশের জনপদ, যুক্তরাষ্ট্রের হোয়াটস হ্যাপেন ডাউনস্ট্রেয়ার্স, ড্রাগন, বাংলাদেশের বনলতা, নেপালের আমা। ১৩ ডিসেম্বর কোরিয়ার হিউম্যান স্পেস টাইম অ্যান্ড হিউম্যান, বাংলাদেশের হাউসের ধুয়া, শব্দের ভেতর ঘর। ১৪ ডিসেম্বর ইরানের হোয়ার ইজ দ্যা ফ্রেন্ডস হোম, সাউন্ড অব সাইলেন্স, সিয়েরে লিওনের অ্যাওকো, বাংলাদেশের পরান পুতুল, নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার। ১৫ তারিখ জার্মানির ভিক্টোরিয়া, বাংলাদেশের মানুষ, চক্রব্যূহ, ভারতের জেনারেশন ‍অন লুফ, অ্যাব অ্যালে লো। ১৬ ডিসেম্বর মুক্তির গান, স্বাধীনতার ডাক, আমার বন্ধু রাশেদ প্রদর্শিত হবে।

১৭ ডিসেম্বর এসব চলচ্চিত্রের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা অভিনেত্রীসহ মোট ছয়টি বিভাগে পুরষ্কার বিতরণ করা হবে। প্রদান করা হবে আজীবন সম্মাননাও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 14 =