ইয়োহানির সঙ্গে গাইলেন সালমান

শ্রীলঙ্কার ইয়োহানি সরাসরি পৌঁছে গেছেন ভারতের অন্দরমহলে! কনসার্ট তো বটেই, গানও গেয়েছেন বলিউডে। এবার এই গায়িকার সঙ্গে গাইলেন বলিউডের অন্যতম শীর্ষ তারকা সালমান খান!

প্রথমবারের মতো ভারতীয় টেলিভিশনের পর্দায় ধরা দেবেন ইয়োহানি। এই সোশ্যাল মিডিয়া সেনসেশন সশরীরে হাজির ‘বিগ বস’র ঘরে। সেখানে গেয়েছেনও তিনি। তিনি একা নন, গাইলেন ‘বিগ বস’ সালমানও। ‘উইক এন্ড কা ওয়ার’ এপিসোডে একসঙ্গে গেয়েছেন তারা। টিভি চ্যানেল কালার্স তাদের ইনস্টাগ্রামে ইতোমধ্যেই আপলোড করেছে এর প্রমো।

সেখানে দেখা যাচ্ছে ২৮ বছর বয়সী গায়িকার ভাইরাল গানে গলা মেলাতে গিয়ে মুখ ফসকে বিপত্তিও বাধিয়েছেন সালমান। আর তা দেখে হেসেই খুন ইয়োহানি।

সিংহলি ভাষার ‘মানিকে মাগে হিথে’ গানের লিরিক্স উচ্চারণ করতে গিয়ে বেগ পেতে হয় সালমানকে। প্রমোতে দেখা যায়, ‘বিগ বস’র এই পর্বে গাইবেন ইয়োহানি। তিনি সালমানের কাছে জানতে চান, তার সঙ্গে গাইবেন কিনা? এরপর ভেঙে ভেঙে দুজনে গাইতে থাকেন মানিকে মাগে হিথে…।

প্রথম লাইনটা কোনোরকমে উতরে গেলেও, ‘নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহাইয়ায়ি শিয়েয়ি’- কথাগুলো উচ্চারণের সময় ‘শেয়েয়ি’র জায়গায় ‘শ্রীদেবী’ বলে বসেন সালমান! যা শুনে হাসি চেপে রাখতে পারেননি ইয়োহানি।

সিংহলি ভাষার ‘মানিকে মাগে হিথে’র বাংলা অনুবাদ ‘তুমি আমার চোখের মণি’। এ গানটি গেয়েই সোশ্যাল সেনসেশনে পরিণত হয়েছেন শ্রীলংকান এই গায়িকা।

এদিকে শুধু সালমানই নয়, ভারতে এসে দেখা হয়েছে নিজ দেশের আরেক তারকা জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গেও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইয়োহানি।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + eleven =