প্রথমবারের মতো আরটিভি মিউজিকের ব্যানারে মডেল হয়েছেন ফারদিন দীঘি। ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটি সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন।মিজানুর রহমানের কথায় এটিতে কণ্ঠ দিয়েছেন বাংলার গায়েন প্রতিযোগিতার শিল্পী লাবনী। ভিডিও নির্মাণ করেছেন উজ্জল রহমান। আর কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।
দীঘি বললেন, ‘কাজটি ব্যতিক্রমী হয়েছে। এর আগে মিউজিক ভিডিওতে কাজ করলেও এটা আলাদা। মনে হচ্ছিলো, যেন সিনেমার গানের শুটিং করছি। আশা করি, সবার ভালো লাগবে।’
জানা যায়, আরটিভির স্টুডিওতে এ ভিডিওটি তৈরি হয়েছে। ঈদ আয়োজনে চ্যানেলটির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে এটি রিলিজ হবে।
ঢাকাই ছবির নায়িকা ফারদিন দীঘির দুটি চলচ্চিত্র সম্প্রতি মুক্তি পেয়েছে । ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ ছবির জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। গত বছর ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পায়। যেখানে তিনি নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন। একই বছর এসেছে তার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রও।
বাংলা ট্রিবিউন