ঈদে জয় ও সালমার নুতন গান ‘প্রেমের বাঁশি’

ঈদ উপলক্ষ্যে নতুন গান নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়িকা মৌসুমী আক্তার সালমা ও জয়। গানের শিরোনাম ‘প্রেমের বাঁশি’। আহমেদ রিজভীর কথায় প্রেমের বাঁশি গানটির সুর ও সংগীত করেছেন প্লাবন কোরেশী।

জয় বলেন, ‘গানের কথাগুলো আমাকে টেনেছে। প্লাবন কোরেশীর সুর ও সংগীতে চমৎকার একটি গান হয়েছে। এছাড়া গানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে ভিডিও। তাছাড়া সালমার সাথে কাজটি ঈদের ধামাকা বলতে পারেন। পুরো টিম চেষ্টা করেছি একটা ভালো গান উপহার দিতে। আশা রাখি গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।’

সালমা বলেন, ‘রিজভী ভাইয়ের কথায় জয়ের সঙ্গে নতুন একটি গান করছি। এটি এবার ঈদে ধামাকা একটা কিছু হবে। তবে আমি কিছু বলতে চাই না। গানটি দেখার পর দর্শকরা বলবেন।’

গানটি বুধবার (২৭ এপ্রিল) জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানার থেকে প্রকাশ পেয়েছে।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − five =