ঈদে নিজের জীবনের গল্প শোনাবেন অঞ্জন দত্ত

ঈদে দেশের একটি স্যাটেলাইট টেলিভিশনে নিজের জীবনের গল্প শোনাবেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত। বাংলাদেশে এটাই তার প্রথম কোনো টিভি অনুষ্ঠান, যেখানে তিনি ব্যক্তিগত জীবনের গল্প নিয়ে হাজির হচ্ছেন। এরইমধ্যে অনুষ্ঠানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে।

চ্যানেল সূত্রে জানা গেছে, সিনেমা বানানোর জন্য ক্ষেপাটে ছুটে বেড়ানো, সেই ছুটে বেড়ানোর ফাঁকে বন্ধু কবির সুমনের প্ররোচনায় হঠাৎ বের করে ফেললেন গানের অ্যালবাম। কিন্তু সেই গানগুলো যে এতটা জনপ্রিয় হয়ে উঠবে তার কল্পনাতেও ছিল না।

বর্তমান সময়ে ল্যান্ড ফোনের সেই যুগ নেই, তবু এ সময়ের তরুণরা যখন তার গানে বেলা বোসের সঙ্গে কানেক্ট হয়ে যায় তখন তিনি অবাক হয়ে ভাবেন গানের কি শক্তি আছে যা একাল সেকাল সব এক করে দেয়! এসব গল্পই তিনি শুনিয়েছেন অনুষ্ঠানটিতে। ‘রাঙা সকাল’ নামের এ অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টিভির ঈদ আয়োজনে। এ পর্বটি সঞ্চালনা করেছেন শাহরিয়ার মোস্তফা ও ইয়াসমিন লাবণ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × two =