ঈদে বিটিভিতে গাইবেন মমতাজ

জনপ্রিয় শিল্পী মমতাজ আসছে ঈদে একগুচ্ছ গান নিয়ে হাজির হচ্ছেন। নতুন নয়, তার গাওয়া জনপ্রিয় গানগুলো। নতুন করে সেগুলো পরিবেশন করবেন টিভি পর্দার দর্শকের জন্য। যেটা প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

বিশেষ এই একক সংগীতানুষ্ঠানে মমতাজ শোনাবেন ‘আল্লাহ মেঘ দে পানি দে’, ‘আমারে পোড়াইতে তোমার এত আয়োজন’, ‘ঘুরঘুর পোকা’, ‘দেওয়ানা করে দে’, তোমায় কত ভালাবাসি অন্তর্যামী জানে’, ‘কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো’, ‘বন্ধু তুই লোকাল বাস’ গানগুলো।

অনুষ্ঠানটি নিয়ে মমতাজের প্রত্যাশা, ঈদের মতো আনন্দের উৎসবে তার পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মন আরেকটু আন্দোলিত হবে।  ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। ঈদুল আজহার দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে এটি।

লোকজ আঙ্গিকের গানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মমতাজ। এজন্য তাকে বলা হয় ‘ফোকসম্রাজ্ঞী’। তবে ফোকের বাইরেও দরাজ কণ্ঠের জাদু ছড়িয়েছেন তিনি। এমনকি হালের আধুনিকতম গানেও তিনি সমান সাবলীল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − ten =