ঈদে বিটিভি চট্টগ্রামে বিশেষ ধারাবাহিক নাটক ‘সোনার পাহাড়’

আষাঢ়ের বৃষ্টিতে কোথাও যাওয়ার উপায় নেই। পরীক্ষা শেষে ছুটি কাটাতে সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছে রাহাতের একমাত্র বন্ধু রাব্বী। ভেবেছিল দুইজন মিলে এ ছুটিতে খুব মজা করবে। কিন্তু শুধু চিলেকোঠায় বন্দী থাকলে কি মজা পাওয়া যায়? সময় আর কাটে না। ঠিক এ সময়েই সুখের বার্তা নিয়ে হাজির মৃধা মামা। মেজর মৃধা মামা সবার আপত্তিতে কক্সবাজারে নিজেদের চমৎকার বাড়িটা বিক্রি করে তার বদলে চট্টগ্রামের পাহাড়ে অনেক দিনের পুরোনো একটা বাড়ি কিনলেন তিনি। সেখানে নাকি তিনি মোটেল বানাবেন।

এ বাড়িতেই ছুটি কাটানোর জন্য রাহাত আর রাব্বী আমন্ত্রণ জানিয়েছেন মামা। এমন সুদূর রোমাঞ্চের হাতছানির অপেক্ষাতেই যেন ছিল রাব্বী আর রাহাত। তাই বাবা-মায়ের অনুমতি নিয়ে চট্টগ্রামে করে ছুটলো দুইজন। সেখানে গিয়ে পরিচয় হল ওদের বয়সী সিথী আর বিথীর সাথে। পাহাড় আর সুনীল সমুদ্রঘেঁষা বাড়িটি দেখে তাদেরও নিমেষেই পছন্দ হয়ে গেল।

তবে এলাকার লোকজন বলে বাড়িটি নাকি অভিশপ্ত। এক সময় ডাকাতদের আস্তানা ছিল ও রহস্যময় বাড়ি। লোকজনকে ধরে এনে এখানেই নাকি দেহ থেকে মুণ্ডু আলাদা করত তারা। এখনো আশপাশের জঙ্গলে খুঁজলেই নাকি মরার খুলি পাওয়া যায়। আর ভূতের আনাগোনা তো আছেই। তবে সেখানে তাদের জন্য এর চেয়েও বড় চমক অপেক্ষা করছিল।

বাড়ির পাশ দিয়ে ছুটে চলা নদীতে কয় দিন আগেই সোনার গুঁড়ো পেয়েছেন। তার দৃঢ় বিশ্বাস, আশপাশেই নিশ্চয়ই কোথাও সোনার খনি আছে। শুনে দারুণ এক অ্যাডভেঞ্চারের নেশা চাপল রাহাত, রাব্বী, বিথী আর সিথীর। সোনার খনির খোঁজে শুরু হল চারজনের রোমাঞ্চকর তল্লাশি। রহস্যের গন্ধ শুঁকে শুঁকে এক দিন পাহাড়ের গহিনে গুপ্তধনের এক গুহায় হাজির হল তারা। সেখানে ধরা পড়ল ভয়ংকর এক দল অপরাধী চক্রের হাতে। অন্তত জীবিত থাকতে তাদের হাত থেকে পালানোর কোন উপায় নেই। এখন কী করবে তারা?

সেই উত্তরটা জানতেই দেখতে হবে গতানুগতিক রীতিনীতির বাইরে চট্টগ্রামের মঞ্চাভিনেতা নেত্রী ও শিশু শিল্পীদের নিয়ে নির্মিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ঈদুল আযহার বিশেষ শিশু ধারাবাহিক নাটক ‘সোনার পাহাড়’। গত শুক্র ও শনিবার চট্টগ্রাম সিটির বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারন করা হয়েছে। আরমান পারভেজ মুরাদের কাহিনী ও চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু।

এর বিভিন্ন চরিতেয় অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, গোলাম মাওলা জসিম, নাছির উদ্দীন, মিখাইল রফিক, মোশারফ ভূঁইয়া পলাশ, দিমান, পুজা বড়ুয়া, আবরার সোপান, তাসনুবা, রাবেয়া জামান এঞ্জেলা, সৌরভ পাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 17 =