ঈদে মারজুক-চাষীর নাটক ‘উড়াল দেব আকাশে’

ঈদ উপলক্ষ্যে বাংলাভিশনে প্রচার হচ্ছে ৭ পর্বের ধারাবাহিক ‘উড়াল দেব আকাশে’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। ঈদের দিন থেকে প্রচার শুরু হওয়া নাটকটি দেখা যাবে ঈদের ৭ম দিন পর্যন্ত। প্রতিদিন রাত ৮টা ৪০মিনিটে নাটকটি প্রচার হবে।

এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল ও চাষী আলম। আরও আছেন তানজিকা আমিন, পাভেল, মাহা, মারুফ মিঠু, রুমেল ও আরো অনেকে।

এর গল্পে দেখা যাবে মারজুক রাসেল ও তানজিকা একে অপরকে ভালোবাসে। তাদের ভালোবাসায় পথে পারিবারিক, সামাজিকসহ নানান বাঁধা আসতে থাকে। বিশেষ করে তানজিকার ভাই চাষী আলম তাদের ভালোবাসার সম্পর্ক মেনে নেয় না। তারা বাড়ি থেকে পালিয়ে যায়। ভাই কষ্ট পাবে, এই কথা ভেবে ফিরে আসে। তারা বিভিন্ন সমস্যায় পরে।

সেই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজতে গিয়ে নানান মজার ঘটনা ঘটতে থাকে। যত দিন যায় পরিস্থিতি ততই হাস্যরসাত্বক হতে থাকে। নানান মজার ঘটনায় এগিয়ে যায় এই ৭ পর্বের ধারাবাহিক নাটকের গল্প।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =