ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন শাহরুখ খান

গত রোববার (১০ জুলাই) ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় শাহরুখ খানকে। সঙ্গে দেখা যায় তার ছোট ছেলে আব্রামকে। সাদা টি-শার্ট, নিল জিন্সের প্যান্ট আর চোখে কালো সানগ্লাস পরে ভক্তদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন কিং খান। আব্রামের পরনে ছিল লাল টি-শার্ট, আর জিন্স। বাবার পাশে দাঁড়িয়ে জড়ো হওয়া জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়ে ছোট্ট আব্রামও। ভক্তদের দিকে উড়ন্ত চুম্বনও ছুঁড়ে দেন কিং খান। দুই বছর ধরে করোনার কারণে শাহরুখ খানের ‘ঈদ দর্শন’ স্থগিত ছিল।

শাহরুখ খান ভক্তদের জন্য মান্নাত একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন উপলক্ষে কিং খানের বাংলোর সামনে ভিড় জমে অনুরাগীদের। করোনার কারণে অনেকদিন ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়নি। তবে ঈদুল ফিতরের সময় সবাইকে চমকে দিয়ে মান্নাতের ‍ব্যালকনিতে এসেছিলেন শাহরুখ। ঈদুল আজহায়ও তার ব্যতিক্রম হয়নি।

দীর্ঘ চার বছর ধরে রূপালি পর্দা থেকে গায়েব থাকার পর শিগগিরই শাহরুখ ফিরছেন ব্যাক টু ব্যাক রিলিজ নিয়ে। ‘পাঠান’ ছবির কাজ শেষ করেছেন, আপাতত ‘জওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত তিনি। এছাড়াও তার হাতে রয়েছে রাজকুমার হিরানির ‘ডানকি’।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + 19 =