উদীচী’র একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব শুরু

শুক্রবার বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব, উদ্বোধন করেন উদীচীর উপদেষ্টা ও লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। তিন দিনব্যাপী উৎসব শেষ হবে রোববার।

‘প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে’- স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।

উদ্বোধনী আনুষ্ঠানিকতায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। উদ্বোধন ঘোষণার সাথেসাথে একাদশ উৎসবের সাথে সামঞ্জস্য রেখে একজন ঢাকি এবং ১০ জন ঢুলি মিলে ঢাক ও ঢোলের বাদ্যে চারপাশ মুখরিত করে তোলেন। এসময় নানা রঙের আবির ছড়িয়ে দিয়ে নেচে গেয়ে আনন্দে মাতেন উদীচীর শিল্পী-কর্মীরা।

বক্তব্য দেন নাট্যজন ম. হামিদ, ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী কঙ্কন ভট্টাচার্য, গণসংগীত শিল্পী কফিল আহমেদ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম, হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চে একক গান পরিবেশন করেন শিল্পী কঙ্কন ভট্টাচার্য, ফকির সিরাজ, কফিল আহমেদ, তানভীর আলম সজীব, সুরাইয়া পারভীন, আবিদা রহমান সেতু ও শিল্পী আকতার। সম্মিলিত কণ্ঠে গণসংগীত পরিবেশন করেছে ঋষিজ, বহ্নিশিখা, সহজিয়া, ভিন্নধারা ও উদীচীর শিল্পীরা।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিকাল ৪টা থেকে শুরু হবে আলোচনা পর্ব। এতে আলোচনা করবেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, উৎসবের আমন্ত্রিত অতিথি ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী মন্দিরা ভট্টাচার্য্য, গীতিকার ফেরদৌস হোসেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার ও জামসেদ আনোয়ার তপন।

এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের গণসংগীতসহ দেশের স্বনামধন্য গণসঙ্গীতের সংগঠন ও শিল্পীদের সঙ্গীতে মুখর হবে।

উৎসবের তৃতীয় ও শেষ দিন ১২ মার্চ রোববার, ছায়ানট মিলনায়তনে ভারত থেকে আগত অতিথি শিল্পী কঙ্কন ভট্টাচার্য, মন্দিরা ভট্টাচার্য্য ও রঞ্জিনী ভট্টাচার্য্যর পরিবেশনা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 3 =