উপদেষ্টা পরিষদে ফারুকী, যা বলছেন শোবিজের মানুষেরা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর বঙ্গভবনে তিনি শপথ নেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’র নির্মাতা।

এ খবরে সামাজিকমাধ্যমে অনেকেই শুভকামনা জানাচ্ছেন এই পরিচালককে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন আরেক নির্মাতা খিজির হায়াত খান। তিনি ফেসবুকে লেখেন, ‘যাক, অবশেষে একজন শিল্পী (চলচ্চিত্র নির্মাতা) উপদেষ্টামণ্ডলীতে স্থান পেলেন। ’

গেল সেপ্টেম্বরে কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক করা হয়েছে লেখক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলীকে। তিনি ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন আমার ভাই মোস্তফা সরয়ার ফারুকী, এখন আমাদের দেশের সেবা করার সময়। ইনশাআল্লাহ অনেক দূর যেতে হবে। ’

এর আগে মজা করেই ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন উপদেষ্টা হওয়ার কথা। সেটাও কেউ কেউ ভাগাভাগি করেছেন ফেসবুকে। কেউ লিখেছেন, ‘উপদেষ্টা হতে চেয়েছিলেন, এবার স্বপ্ন পূরণ হলো। ’ কেউ লিখেছেন, ‘অবশেষে উপদেষ্টা হওয়ার ইচ্ছার মূল্য পেলেন ফারুকী। ’

‘পরবাসিনী’, ‘লালটিপ’ সিনেমার পরিচালক স্বপন আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়! অভিনন্দন ফারুকী ভাই…আশা করি, এখন থেকে শিল্পী, শিল্পপ্রেমী, মিডিয়া, নাটক, সিনেমা এবং এই অঙ্গনের মানুষদের জন্য কোনো বাধা থাকবে না। আমাদের কমিউনিটি থেকে তার চেয়ে যোগ্য প্রতিনিধি আর কে হতে পারে! আমরা অত্যন্ত আনন্দিত। ’

গায়িকা এলিটা করিম লেখেন, ‘অভিনন্দন, মোস্তফা সরয়ার ফারুকী ভাই। নতুন কালচারাল উপদেষ্টা। ’

পরিচালক মাতিয়া বানু শুকু লেখেন, ‘অভিনন্দন সরয়ার, ভালো কিছুর অপেক্ষায়। শপথ গ্রহন করেন। ’

পরিচালক রাশীদ পলাশ শুভ কামনা জানিয়েছেন এই নির্মাতাকে। আরেক পরিচালক গৌতম কৈরী লেখেন, ‘অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী ভাই। তীব্র শুভকামনা। ’

এদিকে, মোস্তফা সরয়ার ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ছাড়াও শোবিজের অনেক তারকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =