উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৪ (বাসস) : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক।

এই নিয়ে তিন ধাপে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন।

আজ দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজমকে শপথ বাক্য পাঠ করান।

রাষ্ট্র প্রধান গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাসহ ১৪ জনকে শপথবাক্য পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য তিন জন উপদেষ্টা শপথ নিতে পারেন নি।

তাঁদের মধ্যে দু’জন সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার শপথ শপথ নেন।

আজ সকল ১১টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসের উপস্থিতিতে ফারুক-ই-আজম, বীর প্রতীক, শপথ নিলেন।

পরে তিনি উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন।

এ সময় কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি, তিন বাহিনীর প্রধানগণ, সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × one =