উসমানের সেঞ্চুরিতে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ২১৯ রান

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৫ – পাকিস্তানী  উসমান খানের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করেছে চট্টগ্রাম কিংস। বিপিএল ইতিহাসে ৩৩তম ও চলতি আসরে প্রথম সেঞ্চুরিয়ান হলেন উসমান। ৬২ বলে ১২৩ রান করেন উসমান। খবর বাসস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় চট্টগ্রাম কিংস। রানের খাতা খোলার আগেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে শিকার করেন গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নেওয়া দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ।

এরপর রাজশাহীর বোলারদের উপর ছড়ি ঘুড়িয়েছেন চট্টগ্রামের দুই ব্যাটার উসমান ও ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক। দু’জনের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৭২ রান পায় চট্টগ্রাম। সপ্তম ওভারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২১ বল খেলা উসমান।

নবম ওভারে ১শতে পৌঁছায় চট্টগ্রামের রান। ১১তম ওভারে উসমান ও ক্লার্কের জুটি ভাঙেন রাজশাহীর স্পিনার সোহাগ গাজী। ৫টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৪০ রান করা ক্লার্ককে শিকার করেন সোহাগ। ৬৩ বলে ১২০ রানের জুটি গড়েন উসমান-ক্লার্ক।

ক্লার্ক ফেরার পর সেঞ্চুরিতে পৌঁছাতে সময় নেননি উসমান। ১৪তম ওভারের শেষ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম ও এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেন দু’বার ক্যাচ দিয়ে জীবন পাওয়া উমসান। বিপিএলের ইতিহাসে ৩৩তম সেঞ্চুরি এটি। ২০২৩ সালের বিপিএলেও খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন উসমান।

দলের রান ২শ পার করার পর  ১৯তম ওভারে তাসকিনের দ্বিতীয় শিকার হন উমসান। ১৩টি চার ও ৬টি ছক্কায় ৬২ বলে ১২৩ রান করেন পাকিস্তানী এ ব্যাচটার। তার সেঞ্চুরির সাথে অধিনায়ক মোহাম্মদ মিথুনের ১৫ বলে ২৮ ও হায়দার আলির ৮ বলে অপরাজিত ১৯ রানের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম কিংস।  বিপিএল চলতি আসরে  এটিই সর্বোচ্চ দলীয় রান।

৪ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়ে রাজশাহীর সফল বোলার তাসকিন। এছাড়া সোহাগ-শফিউল ও রায়ান বার্ল ১টি করে উইকেট নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + three =