ঋতুপর্ণাসহ পুরো পরিবার করোনা পজিটিভ

দুই বাংলার অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনা আক্রান্ত হয়েছেন। একা নন, তার পুরো পরিবারই হলো এই ভাইরাসে আক্রান্ত।একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’-এর শুট করতে গিয়েছিলেন ঢাকার ‘রাঙা বউ’। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য সঙ্গে নিয়েছেন স্বামী সঞ্জয়সহ পরিবারের সবাইকে। শুটিং ও আনন্দ করে ফিরেও এলেন কলকাতায়, টের পেলেন সবার গলা-বুকে-নাকে ঠাণ্ডাটা লেগে গেছে। পরীক্ষা করে দেখা যায়, স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের অন্য সবার পজিটিভ।

আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বললেন, ‘দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠাণ্ডাটা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করে রেখেছি এখন।’

গত ক’দিনে টলিউডে করোনা পজিটিভ হওয়ার খবর আসে রাজ-শুভশ্রী, মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত, সৃজিত ও শ্রীলেখার।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 1 =