ঋতুপর্ণা লাল জ্যাকেটে জিমে

লাল জ্যাকেটে খোলামেলা জিমের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখন বেশ আলোচনায়।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি জিমে যাচ্ছেন? শরীরচর্চার মাধ্যমে ক্যালরি নিকেশ করুন।’

শরীর ফিট রাখতে প্রতিদিনই জিমে যাচ্ছেন তিনি। অন্যদেরও একই পরামর্শ দিয়েছেন।

ঋতুপর্ণার জিমের খোলামেলা ছবিতে নেটিজেনরা তার শালীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে নতুন লুকের প্রশংসাও করছেন। লিখছেন ‘সো হট, ‘সেক্সি’। আবার কেউ আগুনের ইমোজিও দিচ্ছেন।

গত আগস্টে তিনি গিয়েছিলেন হিমাচলে। সেখানে ‘হট প্যান্ট’ পরে একাধিক ছবি আপলোড করেছিলেন। তাতেও শোরগোল পড়েছিল। সেখানেও নেটিজেনরা মন্তব্য করেছে, ‘আপনার পা দুটো পুরাই আগুন!’, ‘হিমাচলে বুঝি ঠান্ডা লাগে না!’।

তবে এই সব নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেন না তিনি। মাজিকমাধ্যমে বেশ সরব হয়েছেন তিনি। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে নিয়মিত দেখা যায় তাকে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 4 =