ঋত্বিক-কঙ্গনাকে আবার একত্রে দেখতে চান ভক্তরা

বলিউড কুইন কঙ্গনা রানাউত পেশাগত জীবনে যেমন আলোচনায় থাকেন, সমানতালে থাকেন ব্যক্তিজীবন নিয়েও। ঠোঁটকাটা এই অভিনেত্রী প্রায় সময়ই সমালোচনায়ও জড়ান বিভিন্ন কারণে। তবে তাকে নিয়ে অন্যতম সাড়া ফেলা সমালোচনা হয়েছিল ‍ঋত্বিক রোশনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে।

আসতে চলেছে কৃষ ফ্রাঞ্চাইজির ৪র্থ সিনেমা ‘কৃষ ৪’। এই সিনেমাতেই ফের জুটিবদ্ধ হোক ঋত্বিক এবং কঙ্গনা, এমনটাই দাবি ভক্তদের। কৃষ ৩ সিনেমায় তাদের দুজনকে বেশ পছন্দ করেছিল ভক্তরা। তাই তাদের দাবি কৃষ ৪ এ পুরানো জুটিকেই ফিরিয়ে আনা হোক। বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কাকেও ফিরিয়ে আনার দাবি করেছেন অনেকে। ফ্যাশন সিনেমা থেকেই প্রিয়াঙ্কা-কঙ্গনার বন্ধুত্বপূর্ণ স্ক্রিনপ্রেসেন্স ভক্তদরে মনে দাগ কাটে, যা বহাল ছিল কৃষ ৩ সিনেমাতেও।

এই নিয়ে ভক্তদের মধ্যে সম্প্রতি আলোড়ন সৃষ্টি হয়। জানা যায়, ‘কৃষ ৪’ সিনেমা দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তুমুল জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশনের। অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের পর সহঅভিনেতাকে অভিনন্দনও জানান প্রিয়াঙ্কা। তারপর থেকেই ভক্তদের মধ্যে প্রিয়াঙ্কা এবং বিশেষ করে কঙ্গনাকে ফিরিয়ে আনার আগ্রহ বাড়তে দেখা যায়। যদিও গুঞ্জন রয়েছে, শ্রদ্ধা কাপুরকে কৃষ ৪ সিনেমায় নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে। কয়েক বছর আগেই সিনেমার নির্মাণের ঘোষণা হলেও, এখনো প্রোডাকশনের কাজও শেষ হয়নি। এমনকি কিছুদিন আগে শোনা গিয়েছিল, বাজেট সংকটে আছেন ঋত্বিকের বাবা রাকেশ রোশন। সুপারহিরো সিনেমা হওয়ায় ভিএফএক্স সহ আরও নানাকারণে বাজেট প্রায় ৭০০-৮০০ কোটি রুপির কোটায় পৌঁছে গেছে।

‘কৃষ ৩’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান ঋত্বিক-কঙ্গনা। অবশ্য ঋত্বিক একেবারেই অস্বীকার করেছিল সেই গুঞ্জন। তবে তা নিয়ে কম জলঘোলাা হয়নি। এমনকি আদালত অবধিও জল গড়ায় সেবার। তারপর থেকেই মুখ চাওয়া-চাওয়ি বন্ধ দুই তারকার।

তবে রিয়েল লাইফে যত দ্বন্দই থাকুক, রিলে তারা সুপারহিট জুটি। তাদের রসায়ন বেশ পছন্দ করেছিল ভক্তরা। প্রধান নায়িকা প্রিয়াঙ্কাকে সেবার ছাপিয়ে, কথা হয়েছিল কেবল কঙ্গনা ঋত্বিক জুটি নিয়ে। যদিও কঙ্গনা অভিনীত কায়া চরিত্রটি খলনায়িকা হিসেবে সিনেমায় ছিল, এমনকি সিনেমার শেষে তার চরিত্রের অন্তিম দেখানো হয়। তবুও ভক্তরা চান আসন্ন কৃষ ফ্রাঞ্চাইজির সিনেমায় আবার জুটিবদ্ধ হোক বিতর্কিত এই তারকা জুটি। – বার্তা২৪.কম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × one =