ঋত্বিক সম্মাননা পেলেন বাংলাদেশ-ভারতের ৪ নির্মাতা

চলচ্চিত্রে অবদানের জন্য এ বছর ঋত্বিক সম্মাননা পদক পেয়েছেন বাংলাদেশ ও ভারতের চারজন চলচ্চিত্র নির্মাতা। বাংলাদেশ থেকে এবার পদক পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রাকিবুল হাসান ও শামীম আখতার। ভারত থেকে পেয়েছেন নির্মাতা অমিতাভ ঘোষ ও মধু জানার্দান। রাজশাহী নগরীর মিয়াপাড়ায় প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটায় শনিবার এই সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য ২০১১ সাল থেকে চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এই পদক দিয়ে আসছে ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি-রাজশাহী’। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটক ১৯২৫ সালের ৪ নভেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় তার মৃত্যু হয়।

এর আগে চলচ্চিত্রকার ও ঔপন্যাসিক জহির রায়হান (মরণোত্তর), নির্মাতা তারেক মাসুদ (মরণোত্তর), কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্তসহ (ভারত) দেশ-বিদেশের ৩২ জনকে এই পদক দেওয়া হয়।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − one =