প্রথমবার একক অভিনয়ে সুষমা সরকার

দুই দশকের বেশি সময় ধরে মঞ্চনাটকের সঙ্গে জড়িত সুষমা সরকার। দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথম কোনো মঞ্চনাটকে দেখা যাবে তাঁর একক অভিনয়। নাটকের নাম ‘পারো’, লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। ২৯ ও ৩০ জুন এবং ১ ও ২ জুলাই পরপর চার দিন রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি।

দেশ নাটকের এই প্রযোজনায় সাতটি চরিত্রে দেখা যাবে সুষমাকে। তিনি জানান, তিন মাস ধরে মহড়া করে নাটকটির জন্য তৈরি হয়েছেন।

নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা জানিয়েছেন, এক নারীর সংগ্রামী জীবনের কাহিনি নিয়ে লেখা হয়েছে নাটকটি। যে নারী তার জীবনের প্রতিবন্ধকতাগুলো পেরোতে চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার ভেতরের সত্তা। তার মূল দ্বন্দ্বটা নিজের সঙ্গে নিজেরই।

‘পারো’ দেশ নাটকের ২৫তম প্রযোজনা। গত জানুয়ারিতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। প্রথম কয়েকটি প্রদর্শনীতে অভিনয় করেছিলেন বন্যা মির্জা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 9 =