একটা সময় মোটা বলে ছবি থেকে বাদ দেওয়া হয় আমাকে: রাধিকা আপ্তে

বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী রাধিকা আপ্তে। অথচ একটা সময় নাকি মোটা বলে ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে! এমনকি জনপ্রিয় অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রযোজনা সংস্থা থেকেই তৈরি করেছিলো-এসব দাবি খোদ রাধিকার।

এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা তুলে ধরেছেন এই নায়িকা।

রাধিকা তার জীবনের গল্প বলে যেতে থাকেন, ‘শৌর ইন দ্য সিটি’ হিট হয় বক্স অফিসে। এরপর বেশকিছু ভালো কাজের প্রস্তাব পাই। যারমধ্যে একটি ছিল ভালো নির্মাতা ও কো-স্টারের সঙ্গে অনেক বড় বাজেটের ছবি। আমি পড়াশুনা শেষে দেশে ফিরি আগস্টে। ওই ছবিটির শুটিং শুরুর কথা ছিল অক্টোবরে। মাঝে অনেকদিন সময় ছিল, হাতে কোন কাজও ছিল না। তাই এদিক সেদিক ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া করতে করতে আমি কয়েক কেজি ওজন বাড়িয়ে ফেলেছিলাম। কিন্তু আমি জানি ওই ওজন ১৫ দিনে আমি ঝরিয়ে ফেলতে পারব। কিন্তু হঠাৎ একদিন সেই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে দেখে বলে, ‘তুমি তো অনেক মোটা হয়ে গেছ।’ আর কোন কথা না বলে আমাকে সেই ছবি থেকে বাদ দেয়। আমি ছবিটির নাম বলব না, তবে ছবিটি পরে খুব হিট হয়েছিল।’

রাধিকা বলেন, ‘বলিউড তো দূরের কথা, কালচারাল অঙ্গনের সঙ্গেও আমার পরিবারের কোন যোগাযোগ ছিল না। কিন্তু আমি অভিনয় করার স্বপ্ন দেখতাম। থিয়েটারের সঙ্গে যুক্ত হই। আনন্দ ওবেরয়ের বম্বে ব্ল্যাক বলে একটি থিয়েটার দলে ‘কন্যাদান’ নাটকে অভিনয় করতে বাড়ি ছেড়ে মুম্বাই আসি। দুজন মেয়ে এক রুম ভাড়া করে থাকতাম। ওই সময়টা ছিল ভীষণ হতাশাজনক। আমার মুম্বাইতে কোন বন্ধু ছিল না, কিভাবে কাজ পাব তাও জানতাম না। মুম্বাইয়ের মতো ব্যয়বহুল শহরে আমি একটা সময় টিকতে পারছিলাম না।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে আমি আরও একটি নাটকে অভিনয় করি পৃত্থিরাজ থিয়েটারে, ওটার নাম ছিলো পূর্ণবিরাম। বলিউডের কিছু লোক ওই প্লে’টি দেখতে এসেছিলেন। তারপর আমি বেশকিছু অডিশনের ডাক পাই। সেখান থেকে ‘শৌর ইন দ্য সিটি’ এবং ‘রক্তচরিত্র’ ছবি দুটি করার সুযোগ পাই। ছবিগুলো মুক্তির আগেই লণ্ডনে পড়তে চলে যাই কনটেম্পরারি নাচের উপর।’

‘শৌর ইন দ্য সিটি’ ছবির সহশিল্পী তুষার কাপুরের সঙ্গে রাধকার প্রেমের গুঞ্জন বেশ চর্চায় ছিল তখন। এ প্রসঙ্গেও কথা বলেছেন অভিনেত্রী, ‘‘ছবিটির প্রচারণা শুরু হলে আমাকে লণ্ডন থেকে আসতে বলা হয়। কিন্তু তখন আমার পরীক্ষা চলছিল। হঠাৎ একদিন খবরের কাগজে দেখি তুষার কাপুরের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন। এটা ওরা ছবির প্রচারণার জন্য ইচ্ছে করেই করেছিল, যেটা বলিউডে হরহামেশাই হয়ে থাকে। আমার সঙ্গে না হলে আমি সেটা আজও বিশ্বাস করতাম না।’

প্রসঙ্গত, ২০১২ সালে রাধিকা ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেছিলেন। রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না। গত বছরের ডিসেম্বরে একটি ছবি প্রকাশ করে জানান, তিনি প্রথম সন্তানের মা হয়েছেন। তার আগে এই নায়িকার বেবিবাম্প প্রকাশ্যে আসে যখন তিনি সে বছরের অক্টোবরে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে অংশ নেন। শুটিং ছাড়া এই নায়িকা লণ্ডনেই স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত থাকেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 17 =