একদিনে করোনা শনাক্ত হার ১.০৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।  এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯২৮ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২২৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৩৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৭৬৪টি। এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।দেশে এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী দুজনই নারী। তাদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া দুই জনই ঢাকা বিভাগের এবং তারা সরকারি হাসপাতালে মারা গেছেন।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + seven =