একসঙ্গে ওয়েব সিরিজে মোশারফ-মিথিলা

মোশারফ-মিথিলা অভিনীত ওয়েব সিরিজটির নাম ‘রিয়ারভিউ’। পরিচালক রায়হান খান। প্রযোজক ‘হইচই’।চলচ্চিত্রে এখনও একসঙ্গে অভিনয় না করলেও একটি ওয়েব সিরিজে এই প্রথম চুক্তিবদ্ধ হলেন দু’জনে। একজন এই মুহূর্তে দুই বাংলার অন্যতম সাড়া জাগানো অভিনেতা মোশারফ করিম। অন্যজন আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশি অভিনেত্রী মিথিলা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দাপটের সঙ্গে কাজ করছেন দুই বাংলাতেই।

ইতিমধ্যে ‘হ‌ইচ‌ই’ প্রযোজিত আরেকটি ওয়েব সিরিজ ‘মহানগর’-এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন মোশারফ করিম। সর্বত্র‌ই প্রশংসিত ‘মহানগর’। সিরিজটি পরিচালনা করেন আশফাক নিপুণ।

মিথিলার অবশ্য ওয়েব সিরিজে এই প্রথম কাজ। সম্প্রতি প্রসেনজিতের সঙ্গে ‘আয় খুকু আয়’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেটি প্রযোজনা করবেন টলিউড নায়ক জিৎ।মোশারফ-মিথিলার রসায়ন কেমন জমবে, তা দেখার অপেক্ষায় অধীর দু’জনের‌ই ভক্তকুল।

এ দিকে মোশারফ করিমের নতুন ছবি ফজলুল কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনী’-তে অভিনয়ের জন্য বাংলাদেশ যাচ্ছেন এ বাংলার পার্নো মিত্র। সূত্রের খবর, ১২ ডিসেম্বর ঢাকা পৌঁছবেন পার্নো। তার পর যাবেন নওগাঁয়। সেখানেই ১৩ ডিসেম্বর থেকে চলবে মোশারফ-পার্নোর শুটিং।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + one =