একুশে পদক পাচ্ছেন ১৯ বিশিষ্ট নাগরিকসহ দুই প্রতিষ্ঠান

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও দুটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০২৩ সালের একুশে পদক পাচ্ছেন তারা হলেন: খালেদা মনযুর-ই খোদা-ভাষা আন্দোলন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর)-ভাষা আন্দোলন, হাজী মো. মজিবর রহমান-ভাষা আন্দোলন, মাসুদ আলী খান-শিল্পকলা (অভিনয়), শিমূল ইউসুফ-শিল্পকলা (অভিনয়), মনোরঞ্জন ঘোষাল-শিল্পকলা (সংগীত), গাজী আবদুল হাকিম-শিল্পকলা (সংগীত), ফজল-এ-খোদা (মরণোত্তর)-শিল্পকলা (সংগীত), জয়ন্ত চট্টোপাধ্যায়-শিল্পকলা (আবৃত্তি), নওয়াজীশ আলী খান-শিল্পকলা, কনক চাঁপা চাকমা-শিল্পকলা (চিত্রকলা), মমতাজ উদ্দীন (মরণোত্তর)-মুক্তিযুদ্ধ, মো. শাহ আলমগীর (মরণোত্তর)-সাংবাদিকতা, ড. মো. আব্দুল মজিদ-গবেষণা, প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর)-শিক্ষা, বাংলাদেশ জাতীয় জাদুঘর-শিক্ষা, বিদ্যানন্দ ফাউন্ডেশন-সমাজসেবা, মো. সাঈদুল হক (সমাজসেবা), অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম-(মরণোত্তর)-রাজনীতি, আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর)-রাজনীতি এবং ড. মনিরুজ্জামান-ভাষা ও সাহিত্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 13 =