এক মাসের সফরে কানাডা যাচ্ছেন বালাম

এক মাসের সফরে কানাডা মাতাতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। আগামী এক মাস কানাডার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কানাডার উদ্দেশে আজ রাতে তাঁর ঢাকা ছাড়ার কথা।

দীর্ঘদিন পর দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত বালাম। মাসব্যাপী এই সফর নিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এক মাসের ট্যুরে কানাডা যাচ্ছি, আজ সন্ধ্যায় দেশ ছাড়ব। কানাডায় আমার প্রথম কনসার্ট হবে ১২ আগস্ট টরন্টোতে। ২৬ আগস্টের আয়োজন ক্যালগেরিতে, এরপর আগামী ২ সেপ্টেম্বর মন্ট্রিয়লের একটি কনসার্টে অংশ নেব। এরপর আবারও টরন্টোসহ বেশ কিছু শহরে কনসার্টের আলোচনা চলছে।’

দেশের মঞ্চে আবার কবে কনসার্টে ফিরবেন এমন প্রশ্নে বালাম বলেন, ‘এ মাসেই কিছু কনসার্টের আলাপ চলছিল, কিন্তু কানাডায় আমার আগে থেকেই কমিটমেন্ট দেওয়া ছিল, তাই চলতি মাসে দেশের মঞ্চে গান গাওয়া হচ্ছে না। আশা করি, সেপ্টেম্বরে দেশে ফিরে কনসার্টে অংশ নেব। দেশের মঞ্চে ফেরার জন্য আমিও উদ্গ্রীব হয়ে আছি।’

গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় প্লেব্যাক করে প্রশংসা কুড়াচ্ছেন বালাম। আসিফ ইকবালের লেখা ‘ও প্রিয়তমা’ গানটি গেয়েছেন বালাম, এতে তাঁর সহশিল্পী কোনাল। গানে শাকিব-ইধিকার রসায়নের পাশাপাশি বিশেষভাবে দর্শক-শ্রোতার মনোযোগ আকর্ষণ করেছেন বালাম। কারণ, দীর্ঘদিন পর গানে ফিরেছেন তিনি। কিছুদিন আগে তাঁর নতুন একক গান প্রকাশ হয়েছে। আর ‘ও প্রিয়তমার’ মাধ্যমে ফিরলেন প্লেব্যাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − fifteen =