এটাই আমার শেষ সিনেমা, গ্রামে গিয়ে কৃষক হবো: মালেক আফসারী

ঢাকাই ছবির অন্যতম সফল পরিচালক মালেক আফসারী। নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। নাম না ঠিক করা ছবির চিত্রনাট্য সবে তৈরি হচ্ছে। ঈদের পর ঘোষণা করবেন সিনেমার নাম ও শিল্পীদের তালিকা।

সেই সঙ্গে এই পরিচালক জানালেন, ক্যারিয়ারের ২৫ নম্বর এই সিনেমা দিয়েই চলচ্চিত্র পরিচালনা থেকে বিদায় নেবেন তিনি। ফিরে যাবেন গ্রামে।

মালেক আফসারী বলেন, ‘প্রত্যেকটা মানুষের তো এক জীবনে স্বপ্ন থাকে আমার সেই রকমের স্বপ্ন ছিল এক জীবনে ২৫টা সিনেমা বানাবো। আমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই বছরের শেষদিকে সিনেমাটির শুটিং করবো। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্র জীবনের ইতি টানবো। জীবনে কখনো ছবি তৈরি করবো না। ২৫ নাম্বার সিনেমাটিই হতে যাচ্ছে আমার পরিচালক জীবনের শেষ সিনেমা।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমার কাজ শেষ করে নোয়াখালীতে আমার গ্রামের বাড়ি ফিরে যাব। সেখানে বাকি জীবন কাটাবো। কৃষিকাজ করবো। কৃষক হিসেবে জীবন-যাপন করবো। সেই পরিকল্পনাই করেছি। তাছাড়া আমি কয়েকদিন আগে নোয়াখালী একটা বাড়ি তৈরির কাজ শুরু করেছি। দোয়া করবেন। যেন আমার আশা পূরণ হয়।’

সবার কাছে ব্যবসাসফল সিনেমার পরিচালক হিসেবে সমাদৃত মালেক আফসারী ‘কপি সিনেমা’ নির্মাণের জন্যও পরিচিত। তিনি নিজেও দাবি করেন, তার প্রায় সব সিনেমাই কোনো না কোনো সিনেমার নকল। এবারেরটি কি হবে? উত্তরে তিনি বলেন, ‘জীবনের শেষ সিনেমা আমার। এটি মৌলিক গল্প নিয়েই তৈরি করবো।’

তিনি জানান, তার নতুন সিনেমার চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। বিভিন্ন সিনেমা নকল করে চিত্রনাট্য তৈরিতে যার নাম-বদনাম দুই-ই আছে।

প্রসঙ্গত, মালেক আফসারী চলচ্চিত্রে নাম লেখান সহকারী পরিচালক হিসেবে। তারপর ‘ঘরের বউ’ ছবি পরিচালনার মাধ্যমে প্রধান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর একের পর হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। নানা প্রজন্মের তারকারা তার সিনেমায় কাজ করে সাফল্য পেয়েছেন।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × four =