এটা আমাদের জন্য অনেক বড় অর্জন: তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয় কন্ডিশনে অতীতে অনেক বড় দলই সুবিধা করতে পারেনি। সেই প্রেক্ষিতে বাংলাদেশের এই অর্জনকে বিশেষ কিছু হিসেবে বিবেচনা করছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

দ্বিতীয় টেস্টে ১০১ রানের বিশাল জয়ে দুই ম্যাচের শেষ সিরিজ সমতায় শেষ করেছে সফরকারী বাংলাদেশ। প্রথম টেস্টে ২০১ রানে হেরেছিল টাইগাররা।

ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘এটা অনেক বড় একটি অর্জন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারিয়ে টেস্ট সিরিজ সমতায় শেষ করা সত্যিই বিশেষ কিছু। অনেক বড় দলই এই কন্ডিশনে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে।’

বাংলাদেশের শীর্ষ এই ফাস্ট বোলার অসাধারণ এই অর্জনে দুই ম্যাচে ১১ উইকেট দখল করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দুর্দান্ত পারফরমেন্সে হয়েছেন সিরিজ সেরা। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেইডেন সিলেসের সাথে সিরিজ সেরার পুরস্কারটি তাসকিন ভাগাভাগি করে নিয়েছেন। দুই ম্যাচে সিলেস পেয়েছেন ১০ উইকেট।

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পাঁচ ম্যাচ পর বাংলাদেশ আবারো টেস্টে জয়ের ধারায় ফিরেছে। তাসকিন বলেছেন বাংলাদেশ এখন কঠিন সময়ে থেকে বের হয়ে স্বস্তিতে রয়েছে, ‘এখানে দুই ম্যাচেই আমি নিজের সর্বোচ্চ দেবার চেষ্টা করেছি। সিরিজ সেরার পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। আশা করছি নিজেকে আরো মেলে ধরতে পারবো। জয়ের ধারায় ফেরাটা দলের সবার জন্যই অত্যন্ত স্বস্তির বিষয়।’

এর আগে কাঁধের ইনজুরির কারনে লম্বা সময় টেস্ট ক্রিকেট থেকে দুরে ছিলেন তাসকিন। আর টেস্ট ক্রিকেটের বাইরে থাকার সময় সত্যিকার অর্থেই কঠিন ছিল বলে স্বীকার করেছেন তাসকিন। কিন্তু এখন পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়েই তিনি ফিরে এসেছেন। এ সম্পর্কে তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেটে ফেরার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। কাঁধের ইনজুরির কারণে বিশ্রামে থাকতে বাধ্য হয়েছিলাম। এখন আগের থেকে অনেক বেশী ভাল অনুভব করছি। আশা করছি নিজেকে ভালভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven + two =