এনার্জিপ্যাকের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

‘প্লাস্টিক দূষণের সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে গতকাল ৫ জুন পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৩। এই প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এনার্জিপ্যাক এর বিভিন্ন অঙ্গ প্রতিস্থানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।

এনার্জিপ্যাক এর প্রতিটি কর্মক্ষেত্রে পরিবেশগত বিষয়ে সব সময় সচেতনতা অবলম্বন করে এবং পরিবেশগত সকল আইন কানুন মেনে কর্মপরিচালনা করে। পরিবেশগত উন্নয়ন ও সবার জন্য সুন্দর একটি আগামীর লক্ষ্যে বরাবরের মতো এবারও এনার্জিপ্যাকের বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্নধর্মী কর্মসূচি পালন করা হয়। এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের হেলথ সেফটি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক জি-গ্যাস এলপিজি প্ল্যান্ট খুলনা, জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট রূপগঞ্জ এবং এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পে একযোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা, প্লাস্টিক সম্পর্কিত দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা, ৱ্যালি, বৃক্ষরোপন, জি-গ্যাস প্ল্যান্টের নদীর তীরের (শীতলক্ষ্যা ও পশুর নদী) সকল প্লাস্টিকসহ অন্যান্য আবর্জনা পরিষ্কার কার্যক্রম ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  হুমায়ুন রশিদ বলেন, “সবার জন্য নিরাপদ আগামী নিশ্চিত করার জন্য পরিবেশগত উন্নয়ন জরুরি। এক্ষেত্রে দেশের সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও ভূমিকা রাখার কোন বিকল্প নেই। এন্যার্জিপ্যাক বিশ্বাস করে যে, পরিবেশগত ভারসাম্য বজায় রেখে উন্নয়ন করতে হবে। এজন্য, বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ সমাধানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে এন্যার্জিপ্যাক।”

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের জন্য সারা বিশ্ব একত্রিত হয়। পরিবেশ রক্ষায় এবং এই বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + twelve =