এবার বাংলাদেশি গানে মডেল নুসরাত-যশ

আবারও বাংলাদেশি গানে অভিনয় করলেন নুসরাত। এবার একা নন, সঙ্গে আছেন তার জীবনসঙ্গী যশ দাশগুপ্তও। গানের শিরোনাম ‘হারিয়ে গেলাম’। এটিও তৈরি হয়েছে টিএম রেকর্ডসের ব্যানারে।

কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের  কণ্ঠশিল্পী লুইপা ও ভারতের জনপ্রিয় গায়ক পাপন। ফারজানা মুন্নির প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের আদিল শেখ।

৭ জুলাই সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটির টিজার। ৩৬ সেকেন্ডের টিজারে বর-কনের বেশে লুইপা ও পাপনের সুরের ইন্দ্রজালে জড়িয়েছেন নুসরাত ও যশ।

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এটি আমার সংগীত জীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো, আমি তা কাউকে দিতাম না- নিজের কাছেই রেখে দিতাম। তাপস ভাই অনেক বড় মনের মানুষ, তিনি সত্যিই প্রমাণ করেছেন- তিনি আমাদের সংগীত জগতের অভিভাবক। আমি মনে করি এটা আমার জন্য আশীর্বাদ, তার গানগুলো গাইতে পারছি।’

টিএম রেকর্ডস জানিয়েছে, শুক্রবার (৮ জুলাই) রাত ৮ টায় ‘হারিয়ে গেলাম’ গানটি প্রকাশিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − 12 =