এবার শ্রীলংকা বিরুদ্ধে জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি  বিশ্বকাপে  জয়ের ধারা অক্ষুণ্ন  রেখেছে বাংলাদেশ দল। দুই ব্যাটার আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আকতারের ব্যাটিং এবং পেসার মারুফা আকতারের বোলিং নৈপুণ্যে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে  বাংলাদেশ।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।

প্রত্যাশা ও স্বর্ণার জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। প্রত্যাশা ৫৩ ও স্বর্ণা ৫০ রান করেন। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান করে ম্যাচ হারে শ্রীলংকা।

বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’  গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলকে দারুন এক সূচনা এনে দেন দুই ওপেনার প্রত্যাশা ও মিস্টি শাহা। ৬৭ বলে ৭৫ রান তুলেন তারা।

১২তম ওভারের প্রথম বলে দলীয় ৭৫ রানে আউট হন প্রত্যাশা। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন তিনি। একই  ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরা  আরেক ওপেনার  চার-ছক্কাহীন ২৪ বলের ইনিংসে ১৪ রান করেন।

দলীয় ৭৯ রানে দুই ওপেনারকে হারানোর পর দারুন এক জুটি গড়েন দিলারা আকতার ও স্বর্ণা। শেষ ৫১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রান যোগ করেন তারা। তাতেই ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মারমুখী মেজাজে   ১৭৯ স্ট্রাইক রেটে ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন স্বর্না। ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩৬ রান করেন দিলারা।

শ্রীলংকাকে ১৬৬ রানের টার্গেট দিয়ে প্রথম ওভারের চতুর্থ বলে উইকেট নেন বাংলাদেশের মারুফা। চতুর্থ ওভারে শ্রীলংকা শিবিরে দ্বিতীয় আঘাত হানেন দিশা। ২৪ রানে ২ উইকেট হারানোর পর জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকাকে লড়াইয়ে রাখেন বিশমি গুনারত্নে ও দেউমি বিহঙ্গা।  ৯৬ রানের জুটি গড়ে ফেলেন তারা।

১৭তম ওভারে গুনারত্নে ও বিহঙ্গার জুটি ভাঙ্গেন মারুফা। ৪৪ বলে ৫৫ রান করা বিহঙ্গাকে নিজের দ্বিতীয় শিকার বানান মারুফা। এপর  পর আরো আত্মবিশ্বাসী হয়ে উঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত শ্রীলংকাকে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলারার। গুনারত্নে ৫৪ বলে ৬০ রানের অপরাজিত থাকেন। মারুফা ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন প্রত্যাশা।

আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাসস 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 4 =