এবার যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪% পাল্টা শুল্কারোপ চীনের

চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে এবার মার্কিন আমদানি পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন।

বৃহস্পতিবার থেকেই এ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যে এর আগে চীনের আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক থেকে বাড়িয়ে নতুন এই শুল্কারোপ করা হয়েছে

চীন মার্কিন পণ্যে এর আগে আরোপিত ওই ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করাতেই বুধবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। চীন এতে পিছু না হটে বরং এর পাল্টা জবাব দিল।

পাল্টাপাল্টি শুল্কারোপের এ ঘটনায় দু’দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বাড়ল এবং বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা। চীনের এই বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি চীনের বাজারে পণ্য বিক্রি করতে আগ্রহী তারা স্পষ্টতই বিপাকে পড়বে। যুক্তরাষ্ট্রের বাজারেও এর প্রভাব পড়বে।

প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ককে মার্কিন পণ্য উৎপাদন বৃদ্ধি ও এই খাতে কর্মসংস্থান সৃষ্টির একটি উপায় হিসেবে দেখছেন। কিন্তু তার সিদ্ধান্তের কিছু পরিণতি রয়েছে। তার আরোপ করা শুল্কের কারণে বহু পণ্যের মূল্য বেড়ে যেতে পারে।

বিশ্বজুড়ে স্টক এক্সচেঞ্জগুলোতে দরপতন হচ্ছে আর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রধান লক্ষ্য চীন। তবে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশের বাণিজ্য যুদ্ধ এ সপ্তাহে যে কেবল শুরু হয়েছে তাই নয় বরং নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালেই ২০১৮ সালে চীনের নির্দিষ্ট কিছু পণ্যে শুল্ক আরোপ করা হয়েছিল আর তখন থেকেই বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল। তবে বাকি বিশ্বের জন্য এই বাণিজ্য যুদ্ধ অবশ্যই নতুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × five =