‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের জন্য সেরা ওমেৈলিক গানের পুরস্কার জিতে নিয়েছিল সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস। এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি। এবার ছবির মুকুটে জুড়ল আরও এক পালক। ১০০তম অস্কার অনুষ্ঠানে স্টান্ট ডিজাইনের জন্য একটি নতুন বিভাগ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণায় উঠে এসেছে রাজামৌলির ‘আরআরআর’ প্রসঙ্গ।
বৃহস্পতিবার এক ঘোষণায় অ্যাকাডেমি স্টান্ট ডিজাইনের জন্য নতুন বিভাগ চালুর কথা জানিয়েছে । যেসব ছবি ২০২৭ সালে মুক্তি পাবে তাদের মধ্যে থেকে সেরা স্টান্ট বিজয়ীকে বেছে নেওয়া হবে ২০২৮- এর অস্কারের মঞ্চে। এই নতুন বিভাগ ঘোষণার সময় অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস যে তিনটি ছবি তাদের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে শেয়ার করেছেন তার মধ্যে একটি রাজমৌলি পরিচালিত ‘আরআরআর’। অস্কারের তরফে এই ঘোষণা দেখে উচ্ছ্বসিত পরিচালক।