এমসিজিতে দেয়ালে পিঠ থেকে গাছে ভারতের

সালেক সুফী

এমসিজিতে বর্ডার – গাভাস্কার টেস্ট সিরিজের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণী টেস্টের দ্বিতীয় দিনশেষে দেয়ালে পিঠ থেকেছে ভারতের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহীত ৪৭৪ রানের জবাবে ব্যাটিং করে দিন শেষে ভারতের সংগ্রহ ১৬৪/৫।  ফলো অন এড়াতেই আরো প্রয়োজন ১১১ রান। নিশ্চিত করে বলা যায় এই টেস্ট হারবে না অস্ট্রেলিয়া। ভারতের সম্ভাব্য পরাজয় বা অমীমাংসিত ভাবে টেস্ট শেষ হওয়া দুটিই আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা থেকে ভারতকে সম্ভবত ছিটকে দিবে।

৩১১/৬ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ এবং পাট কাম্মিনসের রুদ্র মূর্তির ১১২ রানের ৭ম উইকেট জুটিতে দারুণভাবে আহত হয়। স্মিথ ১৯৭ বলে ১৩ চার আর ৩ ছয়ে অনবদ্দ ১৪০ রান করে টেস্ট ক্রিকেটে ৩৪ম এবং ভারতের বিরুদ্ধে সর্বাধিক ১২ টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করে। কাম্মিনস দ্রুত ৪৯ রান করে বিশাল ইনিংস গোড়ায় বড় ভূমিকা পালন করে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৪৭৪ রান টেস্ট ক্রিকেটে নিঃসন্দেহে ম্যাচ জয়ী সংগ্রহ। ১৯ বছরের তরুণ স্যাম কনস্টাসের সাহসী প্রতি আক্রমণে উৎবুদ্ধ অস্ট্রেলিয়ায় অধিকাংশ ব্যাটসম্যান দলের ইনিংসে কিছু না কিছু ভূমিকা রেখেছে।  ভারতের জাসপ্রিত বুমরাহ (৪/৯৯), রবীন্দ্র জাদেজা ৩/৭৮।  আকাশ দ্বীপ (২/৯৪) ছিল সফল বলার।

মেলবোর্নের প্রচন্ড উষ্ণ আদ্র আবহাওয়ায় ভারতকে শুরুতেই আহত করে অস্ট্রেলিয়া। ফর্মহীন অধিনায়ক রোহিত শর্মাকে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেয় অস্ট্রেলিয়া অধিনায়ক পাট  কামিন্স। ভারত ব্যাটিং সেন্সেশন যশবী জয়সোয়াল (৮২) আর এই সিরিজে ভালো খেলতে থাকা কে এল রাহুল ভালো প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু চা বিরতির আগ মুহূর্তে কামিন্সের দুর্দান্ত বল রাহুলকে ফেরালে বিপদে পড়ে ভারত। তৃতীয় উইকেট জুটিতে জয়সোয়াল এবং বিরাট কোহলী ভালোই সামাল দিচ্ছিলো। জুটিতে ১০২ রান ভারতকে ম্যাচে টিকে থাকার পরিস্থিতি সৃষ্টি করেছিল। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাবে ভুল বোঝাবুঝির কারণে ৮২ রান করা জয়সোয়াল রান আউট হলে o৬ রানের ব্যাবধানে ৩ উইকেট হারানো ভারত দিনশেষ করে ১৬৪/৫।  উইকেটে আছে ঋষভ প্যান্টের সঙ্গে রবীন্দ্র জাদেজা। কাল খেলা শুরু হলে প্রাথমিক লক্ষ্য থাকবে ২৭৫ রান করে ফলো ও এড়ানো। এই টেস্টে কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি নেমে ভারতকে রক্ষা করবে না। বলা যায় এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার আশা অনেকটাই কর্পূর হয়ে উবে গাছে ভারতের। এই টেস্ট পরাজয় এড়ানোই এখন বড় দায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × five =