এশিয়া কাপে বাংলাদেশের আজ মরণপণ যুদ্ধ

সংযুক্ত আরব এমিরেটসে অনুষ্ঠানরত এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের আজ মরণপণ যুদ্ধ। পরবর্তী রাউন্ডে উন্নত হতে হলে আজ শক্তিশালী আফগানিস্তান দলের বিরুদ্ধে আজ শুধু জিতলেই যথেষ্ট হবে না, জিততে হবে বিশাল ব্যাবধানে। গ্রূপে শ্রীলংকা দুটি খেলায় দুটিতে জিতে সুবিধাজনক অবস্থানে আছে। বাংলাদেশ দুটি খেলে একটি জয় এবং একটি পরাজয়ে কোনঠাসা অবস্থানে।

নিজেদের হোম গ্রাউন্ডে আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ।  ওদের বিরুদ্ধে জয় পাওয়া যে কোনো দলের পক্ষে কঠিন। আমি বাংলাদেশ দলের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। তবে জয় পেতে হলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ক্ষেত্রেই বাংলাদেশকে সমন্বিত ভালো পারফর্ম করতে হবে। সঠিক কৌশল অবলম্বন করে স্মার্ট ক্রিকেট খেলতে হবে।

স্বীকার করতেই হবে দ্বিতীয় খেলায় শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা দারুনভাবে বার্থ হয়েছে। আফগানদের তুখোড় বোলিংয়ের বিরুদ্ধে নিজেদের সেরা ব্যাটিং উপহার দিয়ে অন্তত ১৭০-১৮০ রান করতে না পারলে জয়ের সম্ভাবনা থাকবে না। সেটি করতে হলে মিডল অর্ডারে একটি বা দুটি সুচিন্তিত পরিবর্তন আনতে হবে।

এই মুহূর্তে ওপেনিং জুটি তানজিদ তামিম এবং পারভেজ ইমনকে পরিবর্তনের সুযোগ নেই। অধিনায়ক লিটন খেলবে নিজের স্থানে। তবে ৪ নম্বরে অবশ্যই তাওহীদ হৃদয়ের স্থানে সাঈফ হাসানকে সুযোগ দেয়া সমীচীন হবে। ব্যাট হাতে অধিকতর আক্রমণাত্মক এবং পাশাপাশি ২-৩ ওভার স্পিন বোলিং করার যোগ্যতা থাকায় সাইফ কার্যকরী হতে পারে।

তাওহীদ হৃদয় চাহিদা অনুযায়ী খেলতে পারছে না। ৫ এবং ৬ নম্বরে জাকের আলী এবং শামীম পাটোয়ারী ঠিক আছে। আমি মাহেদী হাসানের সঙ্গে নাসুম আহমেদকে স্পিন বোলিংয়ের দায়িত্ব দেয়া সমীচীন মনে করি। রিশাদ হোসেন খরুচে বলার আর আফগানিস্তান লেগ স্পিনের বিরুদ্ধে ভালো ব্যাটিং করে। আমি পেস আক্রমণে তাসকিনকে ফিরিয়ে আনার পক্ষপাতী। সেই ক্ষেত্রে তাসকিন মুস্তাফিজ এবং তাজিম সাকিবের উপর নির্ভর করবে বাংলাদেশের সাফল্য।

শেষ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বোলিং কিছুই পরিকল্পনা মতো হয়নি। আজ শুরু থেকেই পজিটিভ ক্রিকেট খেলতে হবে। মনে রাখতে হবে সংযুক্ত আরব এমিরেটস আফগানিস্তানের ঘরের মাঠ। এমনিতেই সীমিত ওভার ক্রিকেটে আফগানিস্তান অত্যন্ত দুর্ধর্ষ দল।  তবে ওরা অজেয় নয়। সঠিক কৌশল অবলম্বন করে বাংলাদেশ জয়ের জন্য খেলবে বলে আশা করি। বাংলাদেশের অবশ্যই সামর্থ আছে বড় ব্যাবধানে ম্যাচ জয় করে এগিয়ে যাবার। আমি বাংলাদেশ নিয়ে বরাবরের মতোই আশাবাদী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + sixteen =