সালেক সুফী
সাদা বলের ক্রিকেটে বিশেষত ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সামর্থ, সাম্প্রতিক সাফল্য, দলের অভিজ্ঞতা এবং দুটি টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার চেনা পরিবেশে হওয়া বিবেচনায় নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেট পূজারী কোটি ভক্ত সমর্থক। কাজটি অনায়াসলব্ধ না হলেও অর্জনযোগ্য বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ভারত-পাকিস্তান বৈরী রাজনীতির কারণে টুর্নামেন্টের কিছু খেলা পাকিস্তানে অনুষ্ঠিত হলেও অধিকাংশ খেলা হবে শ্রীলংকায়।
ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট নানা উত্থান পতনের চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে একটি অবস্থানে উন্নীত হয়েছে। বরাবরই বাংলাদেশ ৫০ ওভারের সাদা বলের ক্রিকেটে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এই ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ এবং বৈশ্বিক টুর্নামেন্টে বিভিন্ন সময়ে হারিয়েছে সকল দলকে। ইদানিং টি২০ ক্রিকেটেও সাফল্য আসছে।
লাল বলের টেস্ট ক্রিকেটেও উন্নয়নের ধারা সুস্পষ্ট। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে অনুর্ধ ১৯ দলের বিশ্বকাপ জয় এবং মেয়েদের এশিয়া কাপ জয় ছাড়া কোনো টুর্নামেন্ট জয় করেনি বাংলাদেশ। বাংলাদেশের সাফল্যে স্বর্ণযুগের প্রজন্মের পঞ্চপান্ডব খ্যাত সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের এখন গোধূলীলগ্ন। মাশরাফি এখন আর সক্রিয় নয়।
জানিনা বর্তমানে ইংল্যান্ডে সুশ্রষারত অধিনায়ক তামিম সময়মত ম্যাচ ফিট হয়ে দলে ফিরবে কি না এবং বেশ কিছুদিন দলে উপেক্ষিত মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে আনা হবে কি না। তবে বলা যায়, সবাই থাকলে এবারের এশিয়া কাপ এবং বিশ্বকাপ হবে পূর্ণ শক্তির বাংলাদেশের কিছু অর্জনের অন্যতম সেরা সুযোগ।
বিশ্ব কাপ প্রসঙ্গে এখনো যাবো না। দেখা যাক এশিয়া কাপে কি করে বাংলাদেশ।
এশিয়া কাপ: মূল প্রতিদ্বন্দ্বী তুখোড় ভারত এবং পাকিস্তান। অবশ্য সাম্প্রতিক ফর্ম দেখে বলা যায় শ্রীলংকা সহজ দল নয়। আফগানিস্তানকে যতদূর দেখলাম বাংলাদেশ শেষ সিরিজের ভুল ত্রুটি শুধরে নিলে জয়ী হতে অসুবিধা হবে না। ভারত পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ায় আইসিসি টি২০ বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু লড়াই করেছে। বাংলাদেশের গ্রুপে থাকবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। গ্রুপ থেকে সুপার ফোরে যেতে অন্তত একটি ম্যাচ জিততে হবে।
এবারের আফগানিস্তান বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে পূর্ণশক্তির আফগানিস্তান দলের বিরুদ্ধে বাংলাদেশ কিন্তু ওডিআই সিরিজে জয় পায়নি। আমি মনে করি প্রথম দুটি ম্যাচে নানা কারণে বাংলাদেশ স্বাভাবিক খেলাটি খেলতে পারেনি। তবে এই সিরিজে কিছু কিছু দুর্বলতা ফুটে উঠেছে। বিশেষত লোয়ার মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদুল্লা রিয়াদের অনুপস্থিতি দারুনভাবে অনুভূত হয়েছে। স্লগ ওভারে দ্রুত রান তোলায় কিছু দুর্বলতা আছে।
একজন পেস বোলিং অল রাউন্ডার এবং লেগ স্পিনার ঘাটতি আছে। সেগুলো স্বল্প সময়ে মেটানো সম্ভব না। আমি নিশ্চিত বাংলাদেশ জিম্বাবোয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ ২০২৩ কোয়ালিফাইং রাউন্ডে শ্রীলংকা দলের দাপুটে পারফরমেন্স দেখেছে। বাংলাদেশ সঠিক পরিকল্পনা নিয়ে এশিয়া কাপ খেললে শ্রীলংকার বিরুদ্ধে জয় পাওয়া সহজ হবে না।
শ্রীলংকার সাথে খেলার দুই দিন বিরতিতে বাংলাদেশকে কলোম্বো থেকে পাকিস্তান উড়ে গিয়ে লাহোর খেলতে হবে আফগান দলের বিরুদ্ধে। চ্যালেঞ্জ থাকবে দ্রুত মানিয়ে নেওয়ার। এর পর গ্রুপ ফোর পর্যায়ে মোকাবিলা করতে হবে পাকিস্তান ভারতকে। বাংলাদেশের স্বপ্ন দেখা সমর্থকদের বাস্তবতার নিরিখে স্বপ্নের সীমানায় থাকতে হবে।
এবার আসি স্কোয়াড নির্বাচনে। অনেক দিন থেকেই মিনহাজুল আবেদীন এবং হাবিবুল বাশারের কাছে শুনছি স্কোয়াড নির্বাচনে ভাবনার কথা। হাতুরা সিংহের ব্যবস্থাপত্রে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। হেড কোচ দীর্ঘ দিন ধরেই সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি করে রেখেছেন। সবাই জানে মাশরাফি মুর্তজা থেকে শুরু করে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ কারো সাথেই তার স্বাভাবিক সম্পর্ক নেই।
সবচেয়ে ভুল হয়েছে দলের অনেক জয়ের নায়ক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে দীর্ঘ দিন বিশ্রামের নাম দিয়ে দূরে সরিয়ে রাখা। ওর স্থানে যাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলো কোনটি সফল হয়নি। বৈশ্বিক টুর্নামেন্টে চাপের মুখে মাহমুদুল্লার অভিজ্ঞ এবং ভালো খেলার মত কেউ এখনো দেখি না। সর্বশেষ এশিয়া মেন্স এমেজিং টুর্নামেন্টে শক্তিশালী দল পাঠিয়েও সফল হলো না বাংলাদেশ।
আমি শুরুতেই বলবো মাহমুদুল্লাহকে ফিরিয়ে আনা এখন ফরজ। এর পর আসবে তামিম প্রসঙ্গ। আমি মনে করি ১০০% ম্যাচ ফিট না হলে তামিম নিজে থেকেই দলে ফেরা সমীচিন হবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশকে দুটি সিদ্ধান্ত নিতে হবে। অন্তত দুইজন ওপেনিং ব্যাটসম্যান এবং দলনায়ক। যদি তামিম না থাকে আমি সাকিব সম্মত হলে তাকে অধিনায়ক করার সুপারিশ করবো।
তামিমের স্থানে সেই ক্ষেত্রে তানজিদ হাসান এবং মোহাম্মদ নাঈমের সম্ভাবনা থাকবে। দলের স্বার্থে নিজের ব্যাটিং আরো মনোসংযোগের জন্য লিটনকে অধিনায়কত্বের চাপ মুক্ত রাখতে পরামর্শ দিচ্ছি। ম্যাচ পরিস্থিতি বিবেচনায় রেখে নাজমুল হোসাইন শান্ত লিটনের সঙ্গে ইনিংস সূচনা করতে পারবে।
আমি সাকিবকে বৈশ্বিক টুর্নামেন্টে ৩ নম্বর পজিশনে খেলানোর পক্ষপাতী। সেই ক্ষেত্রে ৪ এবং ৫ নম্বরে যথাক্রমে তৌহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম খেলবে। আমি বর্তমান দলে রিয়াদকে ফিরিয়ে এনে ৬ পজিশন দিতে চাই , সেই অবস্থায় শামীম পাটোয়ারী/আফিফ খেলতে পারে ৭ নম্বর, মেহেদী মিরাজ ৮। ৯ ,১০,১১ তিন পেসার তাসকিন, এবাদত, মুস্তাফিজ, শরিফুলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যাবে। আমি অতিরিক্ত খেলোয়াড় হিসাবে তাইজুল, হাসান মাহমুদ এবং তানজিদ তামিমকে দলে রাকার সুপারিশ করবো।
বলছি না বাংলাদেশ এশিয়া কাপে আলোড়ন সৃষ্টি করে জিতে নিবে। কিন্তু সামর্থের সব কিছু নিবেদন করে এবং দলীয় সমযতা অটুট থাকলে বাংলাদেশ এশিয়া কাপে ফাইনাল খেলে জয়ী হলেও বিস্মিত হবো না। এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স বিশ্বকাপে নিজেদের প্রমাণ করার ভিত্তি গড়ে দিবে। ওখানে কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউ জিল্যান্ড , দক্ষিণ আফ্রিকার মতো তুখোড় দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। কোথায় কবে কার সাথে খেলা সেই অনুযায়ী লাগসই পরিকল্পনা করতে হবে।
সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে কিন্তু বিশ্ব জয় করা যায় না।
সালেক সুফী: আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষক