এস ডি রুবেলের নতুন সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’

নতুন সিনেমা বানাবেন সংগীতশিল্পী ও নির্মাতা এস ডি রুবেল। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে নতুন সিনেমার কথা প্রকাশ্যে আনলেন তিনি। সিনেমার নাম ‘নীল আকাশে পাখি উড়ে’। সিনেমাটির গল্প রচনার পাশাপাশি পরিচালনা করবেন এস ডি রুবেল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি।

অভিনেতা হিসেবে রুবেলের সিনেমায় অভিষেক হয়েছিল ‘এভাবেই ভালোবাসা হয়’ দিয়ে। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। পরবর্তী সময়ে রুবেল নিজেই সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। এটি তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের অনুদানে।

নতুন সিনেমা নিয়ে এস ডি রুবেল বলেন, ‘অনেক দিন ধরে নতুন সিনেমার পরিকল্পনা সাজিয়েছি। কিছুটা গুছিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাইছিলাম। নতুন সিনেমার গল্পের মূল বিষয় হলো, মানুষ চাইলেই নিজেকে ভালো রাখতে পারে। নিজের অবস্থানে সৎ থেকে নিজেকে গড়ে তুলতে পারাটাই প্রকৃত জীবন। এখন চলছে সিনেমার গানের কাজ। আশা করছি আগামী মাসের শুরুতে শুটিং শুরু করতে পারব।’

আজ জন্মদিন উপলক্ষে এস ডি রুবেল ঢাকায় শিশুদের সঙ্গে নির্দিষ্ট কিছু সময় কাটাবেন। এ কাজ তিনি অনেক বছর ধরে করছেন।

নিজের প্রতিটি জন্মদিনের একটা সময় শিশুদের জন্য বরাদ্দ রাখেন। তাদের সঙ্গে কেক কাটেন, খাওয়াদাওয়া করেন।

সংগীতশিল্পী এস ডি রুবেলের মৌলিক গানের একক অ্যালবাম প্রকাশিত হয়েছে ৩৭টি। এ ছাড়া প্রায় ৪০০ মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। পাশাপাশি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও অনুষ্ঠান নির্মাতা হিসেবেও কাজ করেছেন রুবেল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four − 3 =