এ যেন অবিকল মৃণাল সেন

মৃণাল সেনকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন সৃজিত, এ খবর পুরনো। সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, সে খবরও পুরনো। তবে নতুন খবর হলো সিনেমায় মৃণাল সেন হিসেবে চঞ্চলের লুক প্রকাশ হয়েছে। মৃণাল সেনের রূপে চঞ্চলের তিনটি লুকের পাশাপাশি গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও প্রকাশ করেছে আনন্দলোক। মৃণাল সেনের লুকে চঞ্চলকে দেখে অবিকল মৃণালই মনে হচ্ছে। গীতা সেনের চরিত্রে মনামীকেও মেলানো যাচ্ছে সহজেই।

সৃজিত মুখার্জি নির্মিত সিনেমাটিতে চঞ্চলকে কেমন লাগবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। সৃজিত বলেছিলেন, ‘‌চঞ্চল চৌধুরীর দৃষ্টি ও মুখের আদলে মৃণাল সেনের মিল রয়েছে।’ মেকআপের পাশাপাশি তার অভিব্যক্তিতেও সে মিল পাওয়া গেল। ছবিগুলো গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের মনোযোগ পাচ্ছে এবং সবাই বলছেন যে চঞ্চল চৌধুরীকে দেখতে অবিকল মৃণাল সেনের মতোই মনে হচ্ছে।

মৃণাল সেনের আত্মজৈবনিক এ সিনেমা নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন সৃজিত মুখার্জি। চঞ্চল চৌধুরীসহ অন্যদের লুকে তার গবেষণার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি সিনেমাটি নিয়ে নানা মহলে আলোচনাও শুরু হয়েছে। সম্প্রতি সিনেমাটি নিয়ে টুইট করে শুভকামনা জানিয়েছেন অমিতাভ বচ্চন। বেশ ভালো সাড়া পাচ্ছেন চঞ্চল নিজেও। দর্শকরা এ সিনেমা নিয়ে আগে থেকেই আগ্রহী ছিলেন। লুক প্রকাশের পর আগ্রহ আরো বেড়েছে।

সিনেমাটির শুটিং এ মাসেই শুরু হবে। পদাতিকে মৃণাল সেনের যৌবনের অংশটির রূপ দেবেন কোরক সামন্ত। তার লুকও এখন প্রকাশিত। এছাড়া মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী।

সূত্র ও ছবি: আনন্দলোক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 11 =