ওয়েব সিনেমা ‘ফরগেট মি নট’: দেড় মাস পর দেশের ওটিটিতে নতুন কনটেন্ট

ছাত্র আন্দোলনের জের ধরে গত ১৮ জুলাই বন্ধ করে দেওয়া হয় দেশের ইন্টারনেট সেবা। থমকে যায় ইন্টারনেটনির্ভর সব কাজ। দেশে স্থবির হয়ে পড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওই দিন বিকেলে বঙ্গে সর্বশেষ মুক্তি পেয়েছিল রাশেদ রাহার ওয়েব সিনেমা ‘কলকাতা ডায়েরিজ’।

এরপর ইন্টারনেট সচল হলেও সরকার পতন, অন্তর্বর্তী সরকার গঠন ও বন্যা পরিস্থিতির কারণে নতুন কনটেন্ট রিলিজ দেওয়ার সাহস পাচ্ছিল না প্ল্যাটফর্মগুলো। অবশেষে ওটিটিতে আসছে নতুন কনটেন্ট। দেড় মাস পর আগামী ৫ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পেতে যাচ্ছে নতুন ওয়েব সিনেমা ‘ফরগেট মি নট’।

নোটবিহীন একটি সুইসাইডের জের ধরে অপরাধবোধে আক্রান্ত দুই নারীর ভালোবাসা ও হারানো স্মৃতি খোঁজার গল্প নিয়ে ফরগেট মি নট বানিয়েছেন রবিউল আলম রবি। এতে জুটি হিসেবে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। আরও আছেন বিজরী বরকতুল্লাহ, ইরফান সাজ্জাদ প্রমুখ।

বৃহস্পতিবার রাতে চরকির ফেসবুক পেজে ফরগেট মি নট ওয়েব ফিল্মের পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় মুক্তির তারিখ। পোস্টারে একে অপরের দিকে তাকিয়ে আছেন ইয়াশ রোহান ও মেহজাবীন। ইয়াশের দিকে সবুজ প্রান্তর, আর আধুনিকতার হাতছানি মেহজাবীনের দিকে। ক্যাপশনে লেখা, ‘হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল?’ কী চলছিল বা কী হতে যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি পর্যন্ত।

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ফরগেট মি নট। এর আগে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্ট থেকে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’ ও  শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’। নেট বন্ধ হওয়ার আগে চরকি জানিয়েছিল মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের চতুর্থ সিনেমা হিসেবে মুক্তি পাবে ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’। রেজাউর রহমানের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন, আবু হুরাইরা তানভীর, কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ। ১৮ জুলাই মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত করা হয় সিনেমাটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 4 =